Posts

ভারতের বর্তমান ও ভবিষ্যত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা !

Image
একুশ শতকের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং জাতীয় আকাশ নিরাপত্তা ব্যবস্থা সু নিশ্চিত ক রার স্বার্থে এবং বিশ্ব মানের বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে ভারতের বর্তমান সরকার বেশকিছু মহা পরিকল্পনা প্রনয়ন করার পাশাপাশি বিলিয়ন ডলার ব্যয় করে যাচ্ছে। মুলত ২০১৮ সালের ভারতের সার্বিক সামরিক ও প্রতিরক্ষা বাজেট ৫৪ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয় । যার একটি বড় অংশ ব্যয় করা হবে বিমান বাহিনীর সর্বোচ্চ আধুনিকায়নের জন্য । ভারতীয় বিমান বাহিনীর ফিক্সড কমব্যাট এরিয়্যাল ক্যাপাবিলিটি বৃদ্ধি করার স্বার্থে এবং ভবিষ্যতে পর্যাপ্ত পরিমাণ স্কোয়াডোনের ঘাটত পূরণ করার জন্য বিশ্বের প্রথম সারির জেট ফাইটার ম্যানুফ্যাকচারিং কর্পোরেশনের সাথে যৌথভাবে মেইক ইন ইন্ডিয়ার নীতিতে নিজ দেশের মাটিতে জেট ফাইটার উ ৎপাদনের লক্ষ্যে প্রায় ২০ বিলিয়ন ডলার সমমূল্যের এমারসিএ প্রজেক্ট নিয়ে কাজ করে যাচ্ছে । তার পাশাপাশি ৮.৭ বিলিয়ন ডলার মূল্যের ৩৬টি এডভান্স এবং ৪++ প্রজন্মের রাফায়েল ক্রয়ের চুক্তি ইতোমধ্যেই সম্পন্ন করেছে , যা আগামী ২০১৯ সাল থেকে ভারতীয় বিমান বাহিনীতে পর্যায়ক্রমে সংযুক্ত হওয়া শুরু হবে এবং পরবর্তীতে আরো ৩৬টি সুপার...

বিশ্বের সর্ববৃহৎ ও অত্যন্ত ধ্বংস ক্ষমতাসম্পন্ন অপারমাণবিক অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসিভ অর্ডিনেন্স এয়ার ব্লাস্ট (মোয়াব) বা জিইউবি-৪৩/বি।

Image
বর্তমানে সার্ভিসে থাকা বিশ্বের সর্ববৃহৎ ও অত্যন্ত ধ্বংস ক্ষমতাসম্পন্ন অপারমাণবিক বোমা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসিভ অর্ডিনেন্স এয়ার ব্লাস্ট (মোয়াব) বা জিইউবি-৪৩/বি। যাকে অবশ্য 'মাদার অব অল বোম্বস' নামে বিবেচনা করা হয়। কার্যত মার্কিন বিমান বাহিনীর হাতে থাকা বিশাল আকারের ম্যাসিভ অর্ডিনেন্স এয়ার ব্লাস্ট (মোয়াব) বা জিইউবি-৪৩/বি এক্সপ্লসিভ ডিভাইসটিকে পৃথিবীর ভূ- ভাগে ১১ টন টিএনটি ভয়ঙ্কর বিস্ফোরণের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে। এতদিন মোয়াব নিয়ে পূর্বের সকল মার্কিন প্রশাসন অত্যন্ত গোপনীয়াত অবলম্বন করে চললেও ২০১৭ সালের ১৩ এপ্রিলে আফগানিস্তানে জঙ্গি আস্তানায় সরাসরি মোয়াব নিক্ষেপের মাধ্যমে মার্কিন ট্রাম্প বাহিনী প্রকাশ্যে নিজের উচ্চ মাত্রায় ভয়ঙ্কর সামরিক সক্ষমতা বিশ্বের কাছে নতুন করে তুলে ধরল। এখানে প্রকাশযোগ্য যে, মার্কিন বিমান বাহিনীর মোয়াব আক্রমন যে শুধুমাত্র আফগানিস্তানে জঙ্গি দমনে ব্যবহার করা হয়েছে বাস্তবে তা কিন্তু নয়। আসলে মোয়াব প্রকাশ্যে এনে ট্রাম্প প্রশাসন কার্যত রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের ইরানকে এক গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে যে, ভবিষ্...

কোন পথে সৌদি আরব ও আরব বিশ্ব ?

Image
সাম্প্রতিক সময়ে সালমান শাসিত সৌদি সরকার ইতিহাসে প্রথম বারের মতো সাধারণ জনগণের বিনোদনের জন্য সারা দেশব্যাপী পাবলিক সিনেমা হল চালু করেছে এবং সৌদি আরবকে কথিত মডারেট ইসলামিক দেশ হিসেবে গড়ে তোলা এবং নারীর ক্ষমতায়ন ও দেশের জাতীয় অর্থনীতিতে সম্পৃক্ত করার লক্ষ্যে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া, দেশের নারীদের রাস্তায় স্বাধীনভাবে গাড়ি চালনোর অধিকারকে স্বীকৃতি দিয়ে বর্তমান সৌদি সরকার নারীদের ড্রাইভিং লাইসেন্স প্রদান শুরু করে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে এবং তা রীতিমতো সারা বিশ্বে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে আমি মনে করি, প্রিন্স মোহাম্মদ বিন সালমান নিয়ন্ত্রিত সৌদি সরকার তাদের চরম ব্যার্থতা, অর্থনৈতিক সংকট, অস্থিতিশীল রাজনীতি এবং সর্বপরি যুদ্ধ পরিস্থিতির মতো অতি মাত্রায় স্পর্শকাতর ইস্যুগুলোকে বিশ্ব সম্প্রদায়ের কাছে কৌশলে আড়াল করতে এবং পাশাপাশি সৌদি আরবের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন খাতে প্রবাহিত করতে দেশে সিনামা হল তৈরি বা নারীদের গাড়ি চালানোর অধিকার প্রদানের মতো বেশ কিছু নাটকের মঞ্চায়ন করে থাকতে পারে। এখানে আমাদের মনে রাখতে হবে, বর্তমানে সৌদি সরকার তাদের পার্শ্ববর্তী রাষ্...

রাশিয়ার আরএস-২৮ সারমাট আইসিবিএম সিস্টেম নিয়ে একটি সমকালীন ভাবনা।

Image
রাশিয়ার সরকার নিয়ন্ত্রিত একাধিক সংবাদ মাধ্যম স্পুটনিক ও তাসের তথ্যমতে, রাশিয়ার মেলিটারি একাডিমি থেকে সদ্য পাশকৃত সামরিক ক্যাডেটদে সমাপনী অধিবেশনে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়া বর্তমানে উচ্চ প্রযুক্তির নতুন অস্ত্র উৎপাদন ও উন্নয়ন শিল্পে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে কয়েক দশক এগিয়ে রয়েছে এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন আধুনিক অস্ত্রগুলো রাশিয়ার সামরিক সক্ষমতাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তাছাড়া বক্তব্যে তিনি তার দেশের আরএস-২৮ সারমাট বা শয়তান ২ নামক অত্যন্ত ধ্বংসাত্বক আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের কথাও উল্লেখ করেন। রাশিয়ার এই ‘স্যাটান’ বা শয়তান প্রশ্চাত্যের জার্মানি বা ফ্রান্স এর মতো বড় দেশকে সম্পূর্ণ ভাবে ধ্বংস করতে সক্ষম বলে জানানো হয়। এ মুহুর্তে রাশিয়ান আরএস-২৮ ইন্টাল কন্টিন্যান্টাল ব্যালেস্টিক মিসাইলটিকে নিউক্লিয়ার ওয়ারহেড ক্যাপবল বিশ্বের অতি মাত্রায় ধ্বংসাত্বক এবং শক্তিশালী আইসিবিএম ক্ষেপনাস্ত্র ব্যাবস্থা হিসেবে বিবেচনা করা হয়। এরএস-২৮ সারমাট বা স্যাটান বা শয়তান ২ এখনো পর্যন্ত ডেভেলপমেন্ট স্টেজে থাকলেও ইতোমধ্যেই এর একাধিক সফল গবেষণামুলক পরীক্ষা ও উন্নয়ন সম্পন্...

রাশিয়ান এস-৪০০ ডিফেন্স সিস্টেন নিয়ে একটি সমকালীন ভাবনা।।

Image
রাশিয়া সাম্প্রতিক সময়ে চীনের কাছে পূর্ব চুক্তি মোতাবেক অত্যাধুনিক লং রেঞ্জের এস-৪০০ ট্রায়াম্ফ সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রথম চালান সরবরাহ করেছে। মুলত ২০১৪ সালের মাঝামাঝি সময়ে চীন ৩.০০ বিলিয়ন ডলার মুল্যের ছয় ব্যাটলিয়ন এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম ক্রয়ের চুক্তি সম্পন্ন করে এবং পূর্ব নির্ধারিত সিডউল মোতাবেক এবং নিদিষ্ট সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা চাপ উপেক্ষা করে প্রথম চালান পাঠালো বলে মনে করা হচ্ছে। রাশিয়ান সংবাদ সংস্থা ইতার তাসের তথ্যমতে, লেনিনগ্রাদ অঞ্চলের উস্ত-লুগ বন্দর থেকে দুটি জাহাজে করে এস-৪০০’র প্রথম চালান চীনে পাঠানো হয় এবং জাহাজ দুটিতে রয়েছে কমান্ড পোস্ট, রাডার স্টেশন, লাউঞ্চিং স্টেশন, এনার্জি ইকুইপমেন্ট এবং অন্যান্য সরঞ্জমাদি। তবে তৃতীয় জাহাজটি গত জানুয়ারি মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার সময় ঝড়ের কবলে পড়লে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিছুটা ক্ষতিগ্রস্ত হলে তা পুনরায় রাশিয়ায় ফেরত আনা হয়েছে এবং চলতি গ্রীষ্মের যে কোন সময় আবার চীনকে তা নতুন করে সরবরাহ করা হতে পারে। এদিকে রাশিয়ান এস-৪০০ সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবস্থাপনা ও কার্যকরভাব...

বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স এর অবদান।

Image
মহান স্বাধীনতা লাভের পরবর্তী ১৯৭৩ সালে মাত্র ১০.০০ মিলিয়ন ডলার রেমিটেন্স দিয়ে যে নতুন অর্থনৈতিক যুগের সূচনা হয় তা আজ ৪৫০% বৃদ্ধি পেয়ে গড়ে ১৩.০০ বিলিয়ন ডলারে পৌছেছে এবং নিশ্চিতভাবেই বিগত চার দশক ধরে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক কারেন্সি রিজার্ভ সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। মুলত ১৯৭৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে আনুমানিক ৯.৬০ মিলিয়ন শ্রমিক এবং পেশাজীবী বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে যার অধিকাংশই কাজ করছেন মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, আরব আমিরাতসহ বিশ্বের অন্যান্য দেশে। বাংলাদেশ থেকে ২৮ লক্ষ শ্রমিক ও পেশাজীবী জানুয়ারি ২০০৯ থেকে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত বিদেশে পাঠানো হয়েছে এবং ঠিক একই সময়ে প্রায় ৮৭.৯৫ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে যদিও এই সময় মালয়েশিয়ার শ্রম বাজার এক রকম বন্ধ ছিলো। তাছাড়া, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চরম অস্থিতিশীল রাজনৈতিক সংকট ও যুদ্ধাবস্থা বিরাজ করায় বিগত চার বছর ধরে রেমিটেন্স প্রবাহে কিছুটা ভাটা দেখা দিয়েছে। আবার অন্যদিকে, ২০১৪-১৫ অর্থ বছরে সর্বোচ্চ ১৫.৩১৭ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা বাবদ দেশে আস...

বিশ্বে পরমাণু অস্ত্রের প্রসার এবং আমাদের ভবিষ্যতঃ

Image
বিশ্বে পরমাণু অস্ত্রের প্রসার এবং আমাদের ভবিষ্যতঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপানের পরাজয় সুনিশ্চিত জেনেও মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমা ও নাগাসাকি শহরে (লিটল বয় ও ফ্যাটম্যান নামক স্বল্প ২০-২৫ কিলোটন সক্ষমতার) ভয়াবহ পারমানবিক হামলার মাধ্যমে বিশ্ববাসীকে এক নতুন ভয়ঙ্কর এবং প্রাণঘাতী অস্ত্রের সাথে পরিচয় করিয়ে দেয়। আর এই অমানবিক নিউক হামলার মাধ্যমে তৎকালীন মার্কিন প্রশাসন তার নিজস্ব সর্বোচ্চ সামরিক সক্ষমতা বিশ্ববাসীর সামনে তুলে ধরে এবং নিজেকে সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত করে বিশ্বের অন্যতম প্রধান সামরিক সুপার পাওয়ার রাষ্ট্র হিসেবে। যদিও অবশ্য এই পারমাণবিক হামলার পর বিশ্বে সাময়িকভাবে স্থিতিবস্থা ফিরে আসে এবং ফল স্বরুপ সভিয়েত ইউনিয়ন জাপান দখলের প্রচেষ্টা থেকে পিছু হটে ও পশ্চিম ইউরোপ জয়ের রথযাত্রা থামাতে এক রকম বাদ্ধ হয়। এছাড়া ইউরোপের অন্যান্য ক্ষমতাধর ও প্রভাবশালী রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের এই নতুন পারমানবিক প্রযুক্তি অর্জনের সক্ষমতাকে মেনে নিয়ে সভিয়েত ইউনিয়নসহ পরবর্তীতে নিজেরাও পারমানবিক প্রযুক্তি অর্জনে ব্যাপক আকারে বিনিয়োগ ও গবেষণা শুরু করে। যার ফলস্রুতিতে বিশ্ব আবার মার্কিন যুক্তরাষ্ট...