আকাশ থেকে নিক্ষেপযোগ্য জেএল-১ ব্যালেস্টিক মিসাইল (ALBM) প্রদর্শন করে চীন!


গত ৩ সেপ্টেম্বর বেইজিং এ অনুষ্ঠিত ‘বিজয় দিবস’ কুচকাওয়াজে চীন তাদের এক নতুন কৌশলগত জেএল-১ এয়ার লঞ্চড বেসড ব্যালেস্টিক মিসাইল (ALBM) প্রদর্শন করে। মূলত চীনের এইচ-৬এন হেভি বোম্বার এয়ারক্রাফট থেকে উৎক্ষেপণযোগ্য ম্যাক ৫ বা তার অধিক গতি সম্পন্ন এই ব্যালিস্টিক মিসাইলটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম।


আসলে এয়ার লঞ্চড জেএল-১ (Jinglei-1) ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালেস্টিক মিসাইলটিকে চীনের বিমান বাহিনীর এইচ-৬এন কৌশলগত বোমারু বিমানে ব্যবহারের উপযোগী করে ডিজাইন করা হয়েছে এবং এর ম্যাক্সিমাম রেঞ্জ হতে পারে আনুমানিক ৩,০০০-৪,০০০ কিলোমিটার।


আকাশে জ্বালানি ভরার সুবিধার কারণে H-6N দীর্ঘসময় আকাশে থেকে শত্রু প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা এর কার্যক্ষম রেঞ্জকে প্রায় ৫,০০০ কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে দেয়।


এটি চীনের ত্রিমাত্রিক পারমাণবিক (Nuclear Triad) এ্যাটাক ক্যাপাবিলিটিকে এক নতুন মাত্রা দিয়েছে। বিশেষ করে ভূমি ভিত্তিক আন্তঃমহাদেশীয় মিসাইল (ICBM), সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইল (SLBM) সক্ষমতা অর্জনের পাশাপাশি আকাশ পথে নিউক্লিয়ার ওয়ারহেড ক্যাপবল (ALBM) মিসাইল নিক্ষেপের যোগ্যতা অর্জন করেছে।


যার মাধ্যমে মাধ্যমে দেশটি এখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমকক্ষ পর্যায়ের পূর্ণাঙ্গ পারমাণবিক হামলা (Nuclear Triad) সক্ষমতা অর্জন করল এবং তার পাশাপাশি এর ফলে চীনের second-strike capability বা প্রথম আঘাতের পরেও প্রতিশোধ নেওয়ার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেল।


আন্তর্জাতিক পর্যায়ের সামরিক বিশেষজ্ঞদের মতে, চীনের নতুন প্রজন্মের এই জেএল-১ এয়ার লঞ্চড বেসড ব্যালেস্টিক মিসাইল (ALBM) শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা সনাক্ত বা প্রতিহত করা এখন খুবই কঠিন হবে, যার ফলে চীনের “দ্বিতীয় আঘাতের ক্ষমতা” আরও শক্তিশালী পর্যায়ে পৌঁছে গেছে।


(Information and image collected)


Sherazur Rahman
Teacher and Writer
sherazbd@gmail.com

Comments

Popular posts from this blog

বিশ্বের সবচেয়ে বড় ছাপানো পবিত্র কুরআন মাজীদ!

ইএল ক্যাপ্টেন' এক অবিশ্বাস্য দ্রুত গতির সুপার কম্পিউটার!

প্রাণের খোঁজে শনির চাঁদ টাইটানে নাসার এক বৈপ্লবিক “ড্রাগনফ্লাই” স্পেস মিশন!