বিশ্বের সবচেয়ে বড় ছাপানো পবিত্র কুরআন মাজীদ!




বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ছাপানো পবিত্র কুরআন মাজীদ সৌদি আরবের মক্কার “The Holy Qur’an Museum” বা কুরআন মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। এটিকে আনুষ্ঠানিকভাবে “The World’s Largest Printed Qur’an” হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এটি ইতোমধ্যেই গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডেও অন্তর্ভুক্ত হয়েছে।



এই বিশাল আকারের অমূল্য কুরআন মাজীদ খোলা অবস্থায় মাপ দাঁড়ায় ২.৩০ মিটার × ৩.২৮ মিটার × ০.৩১ মিটার এবং এর ওজন হতে পারে প্রায় ১.৫ টন (আনুমানিক)। আসলে এটি কোনো সাধারণভাবে ছাপানো পবিত্র কোরআনের কপি নয়, বরং এটি একটি নিখুঁত ও দৃষ্টিনন্দন করে ছাপানো পবিত্র কোরআনের একটি কপি। যেখানে আরবি ক্যালিগ্রাফি, অলংকরণ এবং পৃষ্ঠার বিন্যাস অত্যন্ত সূক্ষ্মভাবে করা হয়েছে।



দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ‘এমশাহেদ ইন্টারন্যাশনাল গ্রুপ’ (Mshahed International Group) এর নকশায় এটি তৈরি করা হয় এবং এর ছাপার কাজ সম্পন্ন হয় জার্মানিতে। ২০১২ সালের জুলাই মাসে (রমজান মাসে) সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে প্রথমবারের মতো এই পবিত্র কুরআন মাজীদ উন্মোচন করা হয়।



পরবর্তীতে এটিকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় স্থানান্তর করা হয়। ২০১৫ সালে Holy Qur’an Museum সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হলে এই বিশাল আকারের পবিত্র কুরআনের কপিটি দর্শনার্থীদের কাছে অন্যতম প্রধান আকর্ষণীয় কেন্দ্র হয়ে ওঠে। প্রতিদিন হাজারো দেশি–বিদেশি দর্শনার্থী ও পর্যটক এখানে এসে এই অমূল্য কোরআন মাজীদ প্রত্যক্ষ করেন।



উল্লেখযোগ্য যে, সৌদি আরবে ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআন ও ডিজিটাল কোরআন প্রকল্প নিয়েও কাজ হয়েছে। তবে একেবারে “printed Qur’an” হিসেবে বর্তমানে মক্কার Holy Qur’an Museum-এ প্রদর্শিত এবং সংরক্ষিত এই কপিটিই বিশ্বের সবচেয়ে বড় ছাপানো পবিত্র কুরআন মাজীদ হিসেবে স্বীকৃতি পেয়েছে।



(Information and image collected)



Sherazur Rahman
Teacher and Writer
sherazbd@gmail.com



Comments

Popular posts from this blog

ইএল ক্যাপ্টেন' এক অবিশ্বাস্য দ্রুত গতির সুপার কম্পিউটার!

প্রাণের খোঁজে শনির চাঁদ টাইটানে নাসার এক বৈপ্লবিক “ড্রাগনফ্লাই” স্পেস মিশন!