মহাকাশে প্রথম হাটা (স্পেসওয়াক) মহাকাশচারী এলেক্সি লিয়োনভ!
আজ ১১ই অক্টোবর, মানব ইতিহাসের প্রথম মহাকাশচারী যিনি মহাশূন্যে পদচারণা (স্পেসওয়াক) করা সোভিয়েত মহাকাশচারী এলেক্সি লিয়োনভ (Alexei Leonov)-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।
তিনি মূলত গত ২০১৯ সালের ১১ই অক্টোবর, ৮৫ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর রাশিয়ার মস্কোর বারডেনকো হাসপাতালে পরলোকগমন করেন।
লিয়োনভ ১৯৩৪ সালের ৩০শে মে সাবেক সোভিয়েত ইউনিয়নের পশ্চিম সাইবেরিয়ার লিস্টভ্যাঙ্কা অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে একজন মহাকাশচারী, সোভিয়েত এয়ার ফোর্সের মেজর জেনারেল, লেখক ও শিল্পী।
১৯৬৫ সালে কোল্ড ওয়ার যুগে মানবজাতির ইতিহাসে প্রথমবারের মতো তিনি মহাশূন্যে স্পেসওয়াক করে ইতিহাস সৃষ্টি করেন। তিনি সাবেক সোভিয়েত ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ মহাকাশ মিশনে অংশগ্রহণ করেন।
তিনি মোট ৭ দিন ৩৩ মিনিট মহাশূন্যে কাটিয়েছিলেন। প্রথম মিশনটি ছিল ১৮-২৮ মার্চ ১৯৬৫, যেখানে তিনি ছিলেন ভোসখোদ-২ মহাকাশযানের সহ-পাইলট (কমান্ডার পাভেল বেলায়াইভ)। সেই মিশনেই তিনি প্রথম মহাশূন্যে বের হয়ে (স্পেসওয়ার্ক) করে মানব ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেন।
পরবর্তীতে, তিনি আবার ১৫-২১ জুলাই ১৯৭৫ সালে তিনি দ্বিতীয় স্পেস মিশনে অংশ নেন, যেখানে তিনি ছিলেন সয়ুজ-১৯ মহাকাশযানের ক্রু কমান্ডার। এটি ছিল বিশ্বের প্রথম আন্তর্জাতিক মহাকাশ সংযোগ মিশন। যা সোভিয়েত Soyuz-19 এবং মার্কিন Apollo-18 স্পেস্ক্রাফটের মধ্যে ঐতিহাসিক ডকিং মিশন ছিল।
এই মিশনে পৃথিবীর কক্ষপথে আলেক্সি লিয়োনভ, ভ্যালেরি কুবাসোভ, ভ্যান্স ব্র্যান্ড, টমাস স্ট্যাফোর্ড ও ডোনাল্ড স্লেটন পরস্পরের সঙ্গে করমর্দন করে বিশ্ব শান্তি ও সহযোগিতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেন।
মহাকাশ গবেষণা ও মানব সভ্যতার উন্নয়নে মহাকাশচারী এলেক্সি লিয়োনভ অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। পরিশেষে এই মেধাবী, বীর এবং অনুপ্রেরণাদায়ী এই মানুষটির প্রতি রইল গভীর শ্রদ্ধা, সন্মান ও ভালোবাসা।
(Information and image collected)
Sherazur Rahman
Teacher & Writer, Bangladesh
Comments
Post a Comment