বিশ্বের প্রথম সফল বাণিজ্যিক পার্সোনাল কম্পিউটার

বিংশ শতাব্দীর মধ্যভাগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কম্পিউটার প্রযুক্তিতে এক বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়। বিশেষ করে ১৯৪৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হয় ‘এনিয়াক’ (ENIAC) কম্পিউটার। যা ছিল বিশ্বের প্রথম সাধারণ ব্যবহারের উদ্দেশ্যের ডিজাইনকৃত ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার সিস্টেম। যদিও ENIAC প্রোগ্রামেবল কম্পিউটার সিস্টেম ছিল, তবে এটি stored-program architecture ব্যবহার করত না। পাশাপাশি ENIAC কম্পিউটার আকারে ছিল অনেক বড় এবং এটি অপারেট করতে বিপুল পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হতো এবং এটি সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী কোনো মাইক্রো পার্সোনাল কম্পিউটার ছিল না। আর প্রযুক্তিগত উন্নয়নের সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষের জন্য ছোট আকারের ও ব্যক্তিগত ব্যবহারের উপযোগী মাইক্রো পার্সোনাল কম্পিউটার বাজারে আসতে সময় লাগে আরও প্রায় তিন দশক। অবশেষে ১৯৭৫ সালের জানুয়ারিতে আমেরিকার Popular Electronics ম্যাগাজিনের কাভার পেজে প্রথমবার প্রকাশিত হয় Altair 8800 মডেলের মাইক্রো পার্সোনাল কম্পিউটারের ছবি ও বিবরণ। এর কিছুদিনের মধ্যেই এটি বাজারে চলে আসে। এই কম্পিউটারকে অনেকে ‘প্রথম মাইক্রো পার্সোনাল কম্পিউটার’ বলে থাকেন। যদিও এর আগে আরো কয়েকটি মডেলের স্বল্প সক্ষমতার পার্সোনাল কম্পিউটার বাজারে আসলেও তা সফল হতে পারেনি। সঠিকভাবে বলতে গেলে Altair 8800 ছিল বিশ্বের প্রথম বাণিজ্যিক মাইক্রো কম্পিউটার।
এই মডেলের পার্সোনাল কম্পিউটার ডিজাইন ও উৎপাদন করে মার্কিন যুক্তরাষ্ট্রের Micro Instrumentation and Telemetry Systems (MITS) কোম্পানি। এটি একটি কীট ভিত্তিক কম্পিউটার ছিল, যেখানে ক্রেতাকে নিজ হাতে এই কীট বা উপাদানগুলো জোড়া লাগাতে হতো। এর নির্মাতারা প্রাথমিকভাবে এটিকে একটি খেলনা কীট হিসেবে কয়েক শতাধিক কম্পিউটার ব্যবহারকারীদের কাছে বিক্রি করতে চেয়েছিলেন, তবে এটি বাজারে আসার প্রথম মাসেই তার দশগুণ বেশি ব্যবসা করে নেয়। এই কম্পিউটারের জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পায় যে, এর হাত দিয়ে ব্যক্তিগত কম্পিউটারের এক নতুন যুগের সূচনা ঘটে। আর এই সময়ই বিল গেটস ও পল অ্যালেন Altair-8800 এর জন্য Altair BASIC প্রোগ্রাম তৈরি করেন, যা ছিল মাইক্রোসফটের প্রথম পণ্য এবং ভবিষ্যতের সফটওয়্যার শিল্পের ভিত্তি স্থাপন করে দেয়। Altair 8800 বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেললেও, বাস্তবে এটি প্রযুক্তিগতভাবে খুবই কম সক্ষমতার একটি পার্সোনাল কম্পিউটার ছিল। তবে সাধারণ মানুষের ব্যক্তিগত ব্যবহারের উপযোগী একটি প্রযুক্তিগতভাবে অগ্রগামী পার্সোনাল কম্পিউটার (পিসি) IBM কোম্পানির হাত দিয়ে প্রথম বাজারে আসে ১৯৮১ সালের ১২ আগস্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের IBM কোম্পানির তৈরি IBM PC 5150 মডেলের পার্সোনাল কম্পিউটারকে বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে সফল ও বিশ্বব্যাপী জনপ্রিয় একটি পার্সোনাল কম্পিউটার হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে তৎকালীন সময়ের প্রযুক্তিগত সক্ষমতার বিবেচনায় এই IBM 5150 মডেলের কম্পিউটারে শক্তিশালী হার্ডওয়্যার, ওপেন আর্কিটেকচার এবং নির্ভরযোগ্য ব্র্যান্ড ইমেজের কারণে IBM PC খুব দ্রুত বিশ্বব্যাপী খ্যাতি ও পরিচিত লাভ করে।
IBM 5150 মডেলের কম্পিউটারে ব্যবহৃত হয়েছিল Intel 8088 শক্তিশালী প্রসেসর (4.77 MHz) এবং MS-DOS অপারেটিং সিস্টেম (মাইক্রোসফট কর্তৃক তৈরি)। প্রাথমিকভাবে এতে ব্যবহার করা হয় 16 KB RAM (মাদারবোর্ডে), যা পরবর্তীতে সর্বোচ্চ 640 KB পর্যন্ত বৃদ্ধি করা যেত। এতে ডিসপ্লে হিসেবে IBM 5151 Monochrome Display, IBM 5153 Color Display ব্যবহার করা হয়। প্রায় ১১ থেকে ১৪ কেজি ওজনের এই কম্পিউটারে স্টোরেজ হিসেবে ব্যবহৃত হতো ৫.২৫-ইঞ্চি ফ্লপি ডিস্ক ড্রাইভ (160 KB বা 320 KB), এবং পরবর্তী সংস্করণে সর্বোচ্চ 10 MB হার্ডড্রাইভ যুক্ত করা সম্ভব হয়। এর গ্রাফিক্স অপশনে ছিল CGA (Color Graphics Adapter) এবং MDA (Monochrome Display Adapter), যা তৎকালীন সময়ে গ্রাফিক্স ডিজাইনের এক আধুনিক সমাধান হিসেবে বিবেচিত হয়। IBM 5150 কম্পিউটারে ইনপুট ডিভাইস হিসেবে IBM Model F মেকানিক্যাল কিবোর্ড (৮৩-কি) ব্যবহার করা হতো। এই কম্পিউটারের ওজন ছিল আনুমানিক ১২ কেজি, এবং এতে ৫টি এক্সপ্যানশন স্লট ছিল, যেখানে ভিডিও কার্ড, মেমোরি কার্ড বা যোগাযোগ-সংক্রান্ত হার্ডওয়্যার সংযুক্ত করা যেত। ১৯৮১ সালে বেসিক কনফিগারেশনের এই মডেলের দাম ছিল প্রায় ১,৫০০-১,৫৬৫ মার্কিন ডলার। IBM 5150 প্রায় ছয় বছর ব্যাপী (১৯৮১–১৯৮৭) বাজারে টিকেছিল এবং বাণিজ্যিকভাবে ব্যাপক সাফল্য অর্জন করে। এর ওপেন আর্কিটেকচার মডেল অন্যান্য নির্মাতাদের IBM-সামঞ্জস্যপূর্ণ কম্পিউটার তৈরির সুযোগ দেয়, যা পরবর্তীতে সারাবিশ্বে পার্সোনাল কম্পিউটার (পিসি) বাজারের দ্রুত সম্প্রসারণ নিশ্চিত করে। যদিও পরবর্তীতে আরও আধুনিক ও প্রযুক্তিগতভাবে আপডেট মডেলের আরও উন্নত পার্সোনাল কম্পিউটার বাজারে চলে আসায় এটি ধীরে ধীরে তার গুরুত্ব হারায়। তবে বিশ্বের প্রথম কোনো সফল বাণিজ্যিক মাইক্রো পার্সোনাল কম্পিউটার হিসেবে ইতিহাসের পাতায় নিজের যোগ্য স্থান নিশ্চিত করে নিয়েছে এটি। তথ্যসূত্র: 1. Ceruzzi, A History of Modern Computing, MIT Press. 2. IBM Archives – IBM PC Model 5150. 3. Computer History Museum – Altair 8800. 4. Wikipedia লেখক পরিচিতি: সিরাজুর রহমান শিক্ষক ও লেখক বিনগ্রাম উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রাম: ছোট চৌগ্রাম, সিংড়া, নাটোর, বাংলাদেশ sherazbd@gmail.com

Comments

Popular posts from this blog

ইএল ক্যাপ্টেন' এক অবিশ্বাস্য দ্রুত গতির সুপার কম্পিউটার!

ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় মোবাইল নিউক্লিয়ার রিঅ্যাক্টরের বিপ্লব!

চীন কিভাবে তার বিদ্যুৎ শক্তিকে অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ারে পরিণত করল?