মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রকাশিত এক তথ্যমতে, আফগানিস্তানে তালেবান বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে মার্কিন বোম্বার, কমব্যাট ড্রোন এবং ফাইটার জেটগুলো ২০১৯ সালের জানুয়রি থেকে ডিসেম্বর পর্যন্ত আফগানিস্তানে রেকর্ড পরিমাণ ৭,৪২৩ টি হাই এক্সুসিভ বোম্বস আকাশ থেকে ফেলেছিল। অথচ এই বিমান হামলায় অধিকাংশ ক্ষেত্রেই আফগানিস্তানের সাধারণ এবং নিরহ মানুষ মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ এবং হতাহত হয়। আর ২০০৯ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে তালেবান জঙ্গিগোষ্ঠি নির্মুলে এর লক্ষ সেনা মোতায়েন করে এবং এ পর্যন্ত এই যুদ্ধে জড়িয়ে প্রায় ৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি ব্যয় করে গেলেও সফলতা প্রাপ্তির হার খুবই নগন্যই বলা চলে। তাছাড়া সাম্প্রতিক সময়ে ২৮শে জানুয়ারি ২০২০ এ কাবুলের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে গজনি প্রদেশের দেহ ইয়াক জেলায় একটি মার্কিন বোম্বার্ডিয়ার ই-১১এ বিমান ক্রাস করলে আফগান তালেবানরা তা গুলি করে বিধ্বস্ত করার দায় স্বীকার করেছে।
ইএল ক্যাপ্টেন' এক অবিশ্বাস্য দ্রুত গতির সুপার কম্পিউটার!
বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং এক্সা-স্কেল গতির সুপার কম্পিউটার হচ্ছে 'ইএল ক্যাপ্টেন'। এটি মূলত ডিজাইন ও তৈরি করেছে আমেরিকার টেক জায়ান্ট Hewlett Packard Enterprise (এইচপিই) কোম্পানি। যা পূর্ণাঙ্গভাবে গত ২০২৪ সালের নভেম্বর মাসে উন্মোচন করা হয়। যদিও গত ২০২৩ সালের মে মাস থেকে পর্যায়ক্রমে এর সিস্টেম এবং ইকুইপমেন্ট ইনস্টলেশনের কাজ শুরু করা হয়। আসলে গত ২০২২ সাল থেকে ২.০৬ এক্সা-স্কেল সক্ষমতার 'ফ্রন্টিয়ার' বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটিং সিস্টেম হিসেবে টিকে ছিল। বর্তমানে যাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুত গতির সুপার কম্পিউটার হিসেবে আত্মপ্রকাশ করেছে নতুন প্রজন্মের 'ইএল ক্যাপ্টেন' সুপার কম্পিউটিং সিস্টেম। এতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে লিন্যাক্স (টিওএসএস) ওএস। এই সুপার কম্পিউটিং সিস্টেমের গতি হচ্ছে কিনা অবিশ্বাস্যভাবে ২.৭৯ কিংবা ২.৭৪৬৩ এক্সাফ্লপ বা প্রতি সেকেন্ডে (Rpeak) রেট ২,৭৪৬.৩ পেটাফ্লপ (এফএলওপিএস) বা floating point operations per second (FLOPS)। এটি অত্যন্ত নিখুঁতভাবে প্রতি সেকেন্ডে প্রায় ১ কুইন্টিলিয়ন এর অধিক হিসাব ক্যা...
Comments
Post a Comment