মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রকাশিত এক তথ্যমতে, আফগানিস্তানে তালেবান বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে মার্কিন বোম্বার, কমব্যাট ড্রোন এবং ফাইটার জেটগুলো ২০১৯ সালের জানুয়রি থেকে ডিসেম্বর পর্যন্ত আফগানিস্তানে রেকর্ড পরিমাণ ৭,৪২৩ টি হাই এক্সুসিভ বোম্বস আকাশ থেকে ফেলেছিল। অথচ এই বিমান হামলায় অধিকাংশ ক্ষেত্রেই আফগানিস্তানের সাধারণ এবং নিরহ মানুষ মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ এবং হতাহত হয়। আর ২০০৯ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে তালেবান জঙ্গিগোষ্ঠি নির্মুলে এর লক্ষ সেনা মোতায়েন করে এবং এ পর্যন্ত এই যুদ্ধে জড়িয়ে প্রায় ৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি ব্যয় করে গেলেও সফলতা প্রাপ্তির হার খুবই নগন্যই বলা চলে। তাছাড়া সাম্প্রতিক সময়ে ২৮শে জানুয়ারি ২০২০ এ কাবুলের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে গজনি প্রদেশের দেহ ইয়াক জেলায় একটি মার্কিন বোম্বার্ডিয়ার ই-১১এ বিমান ক্রাস করলে আফগান তালেবানরা তা গুলি করে বিধ্বস্ত করার দায় স্বীকার করেছে।

Comments

Popular posts from this blog

এক লিজেন্ডারী যুদ্ধবিমান এফ-১৪ টমক্যাট ফাইটার জেটঃ

বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার দ্রুত বাস্তবায়ন আর কত দূরে ?

এবার আমেরিকার এফ-১৬ যুদ্ধবিমান পেতে যাচ্ছে তুরস্কঃ