As a global top third country, the red Giant China has recently succeeded to test her indigenously built Xingkang-2 (Starry Sky-2) hyper-sonic missile besides USA and Russia, which had more than ten times speed of sound. In fact, hyper-sonic speed based missile is highly capable of running at 3 to 7 times more faster than conventional missiles. When the normal speed of the sound is 1,235 km per hour and this speed is assumed to be a Mach. So it is very difficult to intercept by any air defense system in the world which is currently activated. On the other hand, Chinese built Xingkang-2 hyper-sonic missile can fly by using its own sound wave at up to 30 Kilometers altitude at the height of the Earth's atmosphere with a high 5.50 to 6.00 Mach speed. So it's another name is the wave-rider. However, according to China, the speed of the Xingkang-2 (Starry Sky-2) hyper-sonic missile during the test was 6,790 to 7,344 kilometers per hour or 5.498 to 5.947 Mach speed.

মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পাশাপাশি তৃতীয় কোন দেশ হিসেবে রেড জায়ান্ট চায়না ২০১৯ সালের শেষের দিকে তাদের নিজস্ব প্রযুক্তির শব্দের দশগুণ বেশি গতি সম্পন্ন জিংকং-২ (স্ট্রে স্কাই-২) হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন করে। আসলে হাইপারসোনিক গতির মিসাইলগুলো প্রচলিত মিসাইলের চেয়ে ৩ থেকে ৭ গুণ তার অধিক অধিক গতিতে ছুটে যেতে সিক্ষম। যেখানে শব্দের স্বাভাবিক গতিবেগ প্রতি ঘন্টায় ১,২৩৬ কিলোমিটার বা ৭৬৮ মাইল এবং এই গতিকে এক ম্যাক হিসেবে ধরা হয়। তাই বর্তমানে সক্রিয় থাকা বিশ্বের যে কোন এয়ার ডিফেন্স সিস্টেমে এটিকে প্রতিহত করার আদৌ কোন সুযোগ আছে বলে মনে হয় না। অনেকটা চোঙাকৃতি বা গোজের মতো দেখতে জিংকং-২ (স্ট্রে স্কাই-২) হাইপারসনিক মিসাইল নিজের তৈরি করা শব্দের ধাক্কা ব্যবহার করে পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বোচ্চ ত্রিশ কিলোমিটার উচ্চতায় ৫.৫০ ম্যাক থেকে ৬.০০ ম্যাক গতিতে ছুটে যেতে পারে। তাই এর আরেক নাম দেয়া হয়েছে ওয়েভরাইডার। তবে চীনের ভাষ্যমতে, পরীক্ষার সময় জিংকং-২ (স্ট্রে স্কাই-২) হাইপারসনিক মিসাইলের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় ৬৭৯০ - ৭৩৪৪ কিলোমিটার বা ৫.৪৯৮ ম্যাক থেকে ৫.৯৪৭ ম্যাক পর্যন্ত।

Comments

Popular posts from this blog

এক লিজেন্ডারী যুদ্ধবিমান এফ-১৪ টমক্যাট ফাইটার জেটঃ

বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার দ্রুত বাস্তবায়ন আর কত দূরে ?

এবার আমেরিকার এফ-১৬ যুদ্ধবিমান পেতে যাচ্ছে তুরস্কঃ