একটি সুন্দর ও নিষ্পাপ জীবনের দূঃখজনক সমাপ্তি!
একটি সুন্দর ও নিষ্পাপ জীবনের দুঃখজনক সমাপ্তি! আমার প্রিয় পিতা মোঃ মনসুর রহমান ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন সম্মানিত সিনিয়র সহকারী শিক্ষক। তিন গত ২০০৪ সালে পেশা জীবন থেকে অবসরে চলে যান। তার অবসর জনিত কারণে সরকারের তরফে এককালীন পেনশন, গ্রাচিউটি এবং প্রভিডেন্ট ফান্ড বাবদ প্রায় ৫ লক্ষ থেকে আনুমানিক ৬ লক্ষ টাকা পান। তাছাড়া ২০০৪ কিংবা ২০০৫ সালের দিকে আমাদের গ্রামীণ অঞ্চলে নিম্ন মধ্যবৃত্ত পরিবারের জন্য এই পরিমাণ অর্থ কিন্তু মোটেও কোন কম ছিল না। আর সেই সময় থেকেই তিনি নিয়মিত সরকারের নির্ধারিত ভাতা পেতেন। তবে হতাশাজনক হলেও সত্য যে, তিনি তার জীবনের শেষ সম্বল হিসেবে প্রাপ্ত অর্থটুকু সুচিন্তিতভাবে রক্ষা করতে পারেননি কিংবা নিজের প্রয়োজনে ব্যয় করতে পারেনি। তিনি ভালো মনে করে নিজ পরিবারের কিছু সদস্যদের স্বাবলম্বী বা সফল করে গড়ে তোলার জন্য শতভাগ অর্থ নিজে এবং তাদের সাথে নিয়ে ধান চাষের প্রজেক্ট শুরু করেন। গ্রামে বসবাস করলেও তার এই কাজে পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না। তাই প্রতি বছর ক্ষতি হলেও লাভের...