চীনের সামরিক ওয়েবসাইটের তথ্যমতে পাকিস্তান ইতোমধ্যেই চীনের সাথে ৫.০০ বিলিয়ন ডলার মূল্যের আটটি টাইপ ০৩৯এ/০৪১ ইয়ুয়ান-ক্লাস ডিজেল ইলেক্ট্রিক এট্যাক সাবমেরিন (এসএসকে) ক্রয়ের চুক্তি সম্পন্ন করেছে। আর খুব সম্ভবত এটি চীনের সাথে পাকিস্তানের এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক চুক্তি বলে মনে করা হচ্ছে। মুলত চীন ২০২৩ সালের দিকে প্রথম ৪টি ০৩৯এ ইয়ুয়ান-ক্লাস এট্যাক সাবমেরিন সরবরাহ করবে এবং অবশিষ্ট্য ৪টি সাবমেরিন ২০২৮ সালের শেষের দিকে পাকিস্তান হাতে পেতে পারে।
এছাড়া চুক্তি অনুযায়ী ০৩৯এ/০৪১ ইয়ুয়ান-ক্লাস ডিজেল ইলেক্ট্রিক এট্যাক সাবমেরিন (এসএসকে) এর ৪টি সাবমেরিন তৈরি করা হবে পাকিস্তানের করাচি শীপ ইয়ার্ড এন্ড ইনঞ্জিয়ারিং ওয়ার্কস (কেএসইডাব্লিউ)তে এবং বাকি ৪টি তৈরি হবে চীনের চায়না শিপ বিল্ডিং ট্রেডিং কোম্পানি (সিএসটিসি) এর শিপ ইয়ার্ডে। খুব সম্ভবত চীন পাকিস্তানকে ০৩৯এ/০৪১ ইয়ুয়ান-ক্লাস এট্যাক সাবমেরিন প্রজেক্ট বাস্তবায়নে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী ৩.০০ বিলিয়ন ডলার পর্যন্ত ঋন সহায়তা অনুমোদন করতে পারে।
মুলত চীনের তৈরি ৩৬০০ টনের টাইপ ০৩৯এ/০৪১ ইয়ুয়ান-ক্লাস ডিজেল ইলেক্ট্রিক এট্যাক সাবমেরিন (এসএসকে) এর সর্বোচ্চ গতিবেগ ২০ নটিক্যাল মাইল (সাবমার্জ অবস্থায়)। এটি সমুদ্রে ৪০০ মিটার গভীর পর্যন্ত যেতে সক্ষম। টাইপ ০৩৯এ/০৪১ ইয়ুয়ান-ক্লাস ডিজেল ইলেক্ট্রিক এট্যাক সাবমেরিন (এসএসকে) তে ৬টি ৫৩৩ মিলি মিটার টর্পেডো টিউব আছে। যাতে ওয়াইইউ-৬/৭ টর্পেডো সহ সাম্প্রতিক সময়ে ভয়ঙ্কর ধ্বংস ক্ষমতা সম্পন্ন এন্টিশীপ ও এন্টি এয়ারক্রাফট ক্যারিয়ার কিলার খ্যাত ওয়াইজে-১৮ সুপার সনিক ক্রুজ মিসাইল ইনস্টল করা হয়েছে। এছাড়া আছে ১৮ নটিক্যাল মাইল পাল্লার সমুদ্রের নিচে ফায়ারিং সক্ষমতার সিওয়াই-১ এএসডাব্লিউ মিসাইল সিস্টেম।
Sherazur Rahman, সহকারী শিক্ষক, সিংড়া, নাটোর।
sherazbd@gmail.com

Comments

Popular posts from this blog

এক লিজেন্ডারী যুদ্ধবিমান এফ-১৪ টমক্যাট ফাইটার জেটঃ

বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার দ্রুত বাস্তবায়ন আর কত দূরে ?

এবার আমেরিকার এফ-১৬ যুদ্ধবিমান পেতে যাচ্ছে তুরস্কঃ