Actually, Pre Primary Education means that a enjoyable education preparation stage
of under 4-5 years old children to adopt and adjust with their next primary education
stage and to reduce the school timidity. Actually, Different kinds of
kindergarten, play group and non government primary school mostly in the
town area have already been operated pre primary education from many years
.But there is no any pre primary education in our government primary
school. But recently our honorable government has started pre primary class in our government primary education all over the nation. Actually, Primary education department of Bangladesh took a significient decision to open pre primary
class in our all government school for the welfare and to reduce or
eradicate the timidity of our little children in 1997. For this reason, one year
pre primary education has been included in new education policy-2010.
As a result, the pre Primary education class for all of primary school
has recently been started for the first time in Bangladesh to make a new era.
এক লিজেন্ডারী যুদ্ধবিমান এফ-১৪ টমক্যাট ফাইটার জেটঃ
আশি ও নব্বইয়ের দশকে আমেরিকা এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমানের পাশাপাশি ক্যারিয়ার বেসড একটি নতুন সিরিজের যুদ্ধবিমান সার্ভিসে আনে৷ যা ছিল কিনা এফ-১৪ টমক্যাট ফাইটার জেট। ততকালীন সময়ে এটি সারা বিশ্বে ব্যাপক সারা ফেলে দেয়। মূলত দুই ইঞ্জিন বিশিষ্ট এফ-১৪ টমক্যাট যুদ্ধবিমানের ব্যবহারকারী দেশ ছিল আমেরিকা ও ইরান। অথচ গত ২০০৬ সালে তার নৌবাহিনীতে অপারেশনাল থাকা প্রায় চার শতাধিকের অধিক এই সিরিজের যুদ্ধবিমান সার্ভিস লাইফ টাইম শেষ হওয়ার আগেই এক সাথে অবসরে পাঠিয়ে দেয় ইউএস নেভাল ফোর্স। আমেরিকার নৌবাহিনী ২০০৬ সাল থেকেই সার্ভিসে আনে নতুন এফ-১৮ হর্নেট ক্যারিয়ার বেসড যুদ্ধবিমান। তবে বর্তমানে খুব সম্ভবত ইরানের বিমান বাহিনীতে ১৮টি থেকে ২৪টি এফ-১৪ টমক্যাট যুদ্ধবিমান রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সচল রাখা হয়েছে। যদিও ইরানের প্রযুক্তিগত সীমাবদ্ধতায় এই যুদ্ধবিমানের একটি বড় অংশ মর্ডানাইজেশন এবং রিপিয়ার মেইন্টেনেন্সের অভাবে অনেক আগেই গ্রাউন্ডেড হয়ে পড়ে রয়েছে। আমেরিকার এভিয়েশন জায়ান্ট নরথ্রপ গ্রুম্যান এ্যারোস্পেস কর্পোরেশনের তৈরি এফ-১৪ টমক্যাট ১৯৭৪ সালে প্রথম সার্ভিসে আসে এবং মোট ৭১২টি এই জাতীয় এডভান্স জেট ফাইটার তৈরি করেছিল
Comments
Post a Comment