মরক্কো দক্ষিণ কোরিয়ার কে-২ ব্ল্যাক প্যান্থার মেইন ব্যাটল ট্যাংক ক্রয়ে আগ্রহী!
আন্তর্জাতিক পর্যায়ের প্রতিরক্ষা সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আফ্রিকার আরব দেশ মরক্কো সম্প্রতি দক্ষিণ কোরিয়ার কাছ থেকে প্রায় ৪০০টি চতুর্থ প্রজন্মের কে-২ ব্ল্যাক প্যান্থার মেইন ব্যাটল ট্যাংক ক্রয়ের সম্ভাবনা যাচাই করছে। এই চুক্তি বাস্তবায়িত হলে প্রতিবেশী আলজেরিয়ার সঙ্গে মরক্কোর সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। দক্ষিণ কোরিয়ার তৈরি কে-২ ব্ল্যাক প্যান্থার মেইন ব্যাটল ট্যাংকের প্রথম আন্তর্জাতিক ক্রেতা দেশ হলো পোল্যান্ড, যারা বর্তমানে ১৮০টি ট্যাংক ব্যবহার করছে। অন্যদিকে দক্ষিণ কোরীয় সেনাবাহিনী নিজস্ব ব্যবহারের জন্য প্রায় ২৬০টি ট্যাংক ব্যবহার করে। দক্ষিণ কোরিয়ার হুন্দাই রটেম কর্পোরেশন গত ২০০৫ সালে এই ট্যাংকের নকশা প্রণয়ন করে এবং ২০০৮ সালে এর প্রথম প্রোটোটাইপ তৈরি করা হয়। তাছাড়া একই প্রযুক্তিগত সহায়তায় তুরস্ক বর্তমানে ‘আলতাই’ মেইন ব্যাটল ট্যাংকের গণ উৎপাদন শুরু করেছে। বর্তমানে কে-২ ব্ল্যাক প্যান্থারকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল ট্যাংক হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক বাজারে প্রতি ইউনিটের আনুমানিক মূল্য ৮.৫ থেকে ১২ মিলিয়ন মার্কিন ডলার হতে পারে। যদিও পোল্যান্ডের দ্বিতীয় ব্যাচের ১৮০টি ট্...