Scientists discovered the brightest 'quasar' in the universe:
A team of researchers from the Australian National University (ANU) recently made a groundbreaking discovery about the most luminous or brightest cosmic object in the infinite universe. This incredible object, is called J0529-4351 supermassive 'quasar'. It has a mass approximately 17 billion times and a luminosity exceeding 500 trillion times that of the sun. The researchers estimated that the intense light emitted by this quasar takes over 12 billion years to reach Earth, and they believe that it swallows the cosmic bodies as much per day as a sun and approximately 370 suns annually. Using their 2.3-meter telescope, the Australian space scientists were able to find out about this new cosmic mystery. It was featured in a special article in the journal "Nature Astronomy" on February 19. Initially thought to be a super-giant star, 'Quasar' is actually short for Quasi Stellar Radio Source. Scientists claim that 'quasars' are the brightest entities in the universe and represent the early stages of cosmic evolution. Through careful observation with advanced telescopes, researchers have identified the locations of nearly 2,000 quasars to date.
সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) একদল গবেষক মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম মহাজাগতিক বস্তু খুঁজে পেয়েছেন। তাদের দাবিকৃত মহাবিশ্বের এই অতি উজ্জ্বলতম বস্তুটি হচ্ছে একটি সুপার ম্যাসিভ 'কোয়াসার'। জে০৫২৯-৪৩৫১ নামক এই কোয়াসারের ভর কিনা অবিশ্বাস্যভাবে সূর্য অপেক্ষা আনুমানিক ১৭ বিলিয়ন গুণ এবং উজ্জ্বলতা প্রায় ৫০০ ট্রিলিয়ন গুণ বেশি। তাদের গবেষণা অনুযায়ী এই কোয়াসার থেকে যে তীব্র আলো নির্গত হয়, তা পৃথিবীতে পৌঁছতে ১২ বিলিয়ন বছরের বেশি সময় লাগে। তাদের ধারণা, এটি দিনে প্রায় একটি ও বছরে আনুমানিক ৩৭০টি সূর্যের আকারের সমান মহাজাগতিক অবজেক্ট গিলে খাচ্ছে। অস্ট্রেলিয়ার মহাকাশ বিজ্ঞানীরা তাদের ২.৩ মিটার টেলিস্কোপ ব্যবহার করে এর প্রথম সন্ধান পান। আর গত ১৯শে ফেব্রুয়ারি ‘নেচার অ্যাস্ট্রোনমি’ জার্নালে তাদের নতুন এই গবেষণার উপর বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়। যদিও প্রথমে এটিকে একটি সুপার জায়ান্ট স্টার হিসেবে মনে করা হয়েছিল। 'কোয়াসার' হচ্ছে কোয়াসি স্টেলার রেডিও সোর্স (Quasi Stellar Radio Source) এর সংক্ষিপ্ত রূপ। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী, 'কোয়াসার' হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম বস্তু। এটিকে মহাবিশ্বের প্রাথমিক যুগের অবস্থা হিসেবে মনে করেন বিজ্ঞানীরা। বর্তমানে শক্তিশালী টেলিস্কোপে সাহায্যে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এ পর্যন্ত প্রায় ২ হাজারের কাছাকাছি কোয়াসারের অবস্থান শনাক্ত করতে পেরেছেন বিজ্ঞানীরা।
Sherazur Rahman
Comments
Post a Comment