বিশ্বব্যাপী সামরিক সংঘাত, যুদ্ধ, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সারা
বিশ্বজুড়ে অস্ত্র আমদানি ও ব্যাপক ব্যবহার ভয়াবহ আকারে বৃদ্ধি পাচ্ছে।
বিশেষ করে বিশ্বের সুপার পাওয়ার রাষ্ট্রগুলো বিশ্বশান্তি প্রতিষ্ঠার
পরিবর্তে তাদের উতপাদিত মানবঘাতী মরণাস্ত্র সারা বিশ্বজুরে রপ্তানির
মাধ্যমে শত বিলিয়ন ডলারের বানিজ্য করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে
ইন্টারন্যাশনাল পীস রিসার্চ ইনিস্টিটিউট সারা বিশ্বব্যাপী অস্ত্র
ব্যানিজ্যের এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। বরাবরের মতো মার্কিন যুক্তরাষ্ট্র
অস্ত্র উতপাদন ও রপ্তানি বানিজ্যে একক আধিপাত্য ধরে রেখেছে। বিগত দশ বছরে
মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি ২৩% বৃদ্ধি পেয়েছে। আসলে মার্কিন
যুক্তরাষ্ট্রের আস্ত্র রপ্তানির ৪৩% যায় এশিয়া-ওশেনিয়া অঞ্চলে এবং
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যায় ৩২%৷ এছাড়া বিশ্বের মোট ৯৪টি দেশ মার্কিন
যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনে৷ যুদ্ধ বিমান, হেলিকপ্টার গানশিপ,
ট্যাংক ছাড়াও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং রকেট বিক্রি করে মার্কিন
যুক্তরাষ্ট্রের অস্ত্র উতপাদনকারী প্রতিষ্ঠানগুলো।
এদিকে রাশিয়া থেকে অস্ত্র কেনে ৫৬টির মতো দেশ৷ আসলে সারা বিশ্বের অস্ত্র বাজারের ২৭% নিয়ন্ত্রণ করে রাশিয়া৷ রাশিয়ার বেশির ভাগ অস্ত্রের ক্রেতা ভারত, চিন আর আলজেরিয়া৷ এই তিন দেশেই প্রায় ৬০ ভাগ অস্ত্র রপ্তানি করে রাশিয়া৷ রুশ অস্ত্র এবং সমর সরঞ্জামের মধ্যে যুদ্ধবিমান, ট্যাংক, নিউক্লিয়ার সাবমেরিন এবং অ্যাসল্ট রাইফেলের চাহিদাই সবচেয়ে বেশি৷ এছাড়া, গত ১০ বছরে বিশ্বের অন্যতম সামরিক পরাশক্তি চিনের অস্ত্র রপ্তানি বানিজ্য বেড়েছে ১৪৩%৷ চিনের কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র ক্রয় করে পাকিস্তান ৪১%, বাংলাদেশ ১৬% এবং মায়ানমার ১২%৷
মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া আর চিনের অস্ত্র রপ্তানি যখন বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই সময়ে ইউরোপীয় দেশগুলোর অস্ত্র রপ্তানি ও বানিজ্য ক্রমহ্রাসমান হারে কমে যাচ্ছে। আসলে বিগত ১০ বছরে জার্মানির অস্ত্র রপ্তানি কমেছে ৪৩%৷ তারপরও অন্তত ৫৫টি দেশ অস্ত্র কেনে ইউরোপের এই দেশটি থেকে। আবার ব্রিটেনের অস্ত্র ব্যবসা বলতে গেলে একমাত্র সৌদি আরবের জন্য এখনো পর্যন্ত টিকে আছে৷ যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যের সৌদি আরবে তার মোট অস্ত্র রপ্তানির ৪১% করে থাকে। বিশ্বমন্দার কারণে দেশে অর্থনীতির হাল এখন যেমনই হোক, বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর তালিকায় স্পেনও আছে৷ স্পেনের সবচেয়ে বড় ক্রেতা অস্ট্রেলিয়া৷ এছাড়া ইসরাঈল, কানাডা, দক্ষিণ কোরিয়া, জাপানসহ বেশ কিছু দেশ বিশ্ব অস্ত্র বাজারে লাগামহীন ভাবে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে বলে প্রতিয়মান হয়।
এদিকে রাশিয়া থেকে অস্ত্র কেনে ৫৬টির মতো দেশ৷ আসলে সারা বিশ্বের অস্ত্র বাজারের ২৭% নিয়ন্ত্রণ করে রাশিয়া৷ রাশিয়ার বেশির ভাগ অস্ত্রের ক্রেতা ভারত, চিন আর আলজেরিয়া৷ এই তিন দেশেই প্রায় ৬০ ভাগ অস্ত্র রপ্তানি করে রাশিয়া৷ রুশ অস্ত্র এবং সমর সরঞ্জামের মধ্যে যুদ্ধবিমান, ট্যাংক, নিউক্লিয়ার সাবমেরিন এবং অ্যাসল্ট রাইফেলের চাহিদাই সবচেয়ে বেশি৷ এছাড়া, গত ১০ বছরে বিশ্বের অন্যতম সামরিক পরাশক্তি চিনের অস্ত্র রপ্তানি বানিজ্য বেড়েছে ১৪৩%৷ চিনের কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র ক্রয় করে পাকিস্তান ৪১%, বাংলাদেশ ১৬% এবং মায়ানমার ১২%৷
মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া আর চিনের অস্ত্র রপ্তানি যখন বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই সময়ে ইউরোপীয় দেশগুলোর অস্ত্র রপ্তানি ও বানিজ্য ক্রমহ্রাসমান হারে কমে যাচ্ছে। আসলে বিগত ১০ বছরে জার্মানির অস্ত্র রপ্তানি কমেছে ৪৩%৷ তারপরও অন্তত ৫৫টি দেশ অস্ত্র কেনে ইউরোপের এই দেশটি থেকে। আবার ব্রিটেনের অস্ত্র ব্যবসা বলতে গেলে একমাত্র সৌদি আরবের জন্য এখনো পর্যন্ত টিকে আছে৷ যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যের সৌদি আরবে তার মোট অস্ত্র রপ্তানির ৪১% করে থাকে। বিশ্বমন্দার কারণে দেশে অর্থনীতির হাল এখন যেমনই হোক, বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর তালিকায় স্পেনও আছে৷ স্পেনের সবচেয়ে বড় ক্রেতা অস্ট্রেলিয়া৷ এছাড়া ইসরাঈল, কানাডা, দক্ষিণ কোরিয়া, জাপানসহ বেশ কিছু দেশ বিশ্ব অস্ত্র বাজারে লাগামহীন ভাবে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে বলে প্রতিয়মান হয়।
Comments
Post a Comment