উদ্ভাবনী সক্ষমতা ও গবেষণায় এগিয়ে যাচ্ছে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি!


সাম্প্রতিক সময়ে, সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস)-এর গবেষকরা যৌথভাবে একটি নমনীয় ও নন-ইনভেসিভ ডিজিটাল স্কিন প্যাঁচ উদ্ভাবন করেছেন। যা পরীক্ষামূলকভাবে রিয়েল-টাইমে ঘাম বিশ্লেষণ করতে পারে, এবং ভবিষ্যতে ১২টি পর্যন্ত বিভিন্ন রোগ বা স্বাস্থ্যগত অবস্থা নির্ণয় করতে পারবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।




কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬ অনুযায়ী সিঙ্গাপুরের দুটি বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা ২০টির মধ্যে স্থান করে নিয়েছে। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) বিশ্বে ৮ম এবং এশিয়ায় প্রথম, অন্যদিকে নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) বিশ্বে ১২তম এবং এশিয়ায় ৩য় স্থানে রয়েছে।



আসলে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে। বর্তমানে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি উচ্চস্তরের গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে।



২০২৪ সালের দিকে (এনটিইউ) বিজ্ঞানীরা এক অতিসূক্ষ্ম সেমিকন্ডাক্টর ফাইবার তৈরি করেন, যা কাপড়ে বোনা যায় এবং তা স্মার্ট ইলেকট্রনিক্সে রূপান্তরিত হতে পারে। এই প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষামূলকভাবে একটি স্মার্ট হ্যাট তৈরি করা হয়, যা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে রাস্তা পার হতে সাহায্য করবে।



এছাড়া, গত ২০২২ সালে (এনটিইউ)-এর বিজ্ঞানীরা সফলভাবে তিনটি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে। যার মধ্যে DS-EO, Neo-SAR এবং SCOB-1 স্যাটেলাইট রয়েছে। এছাড়া কয়েক বছর আগে চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে তারা একটি স্ট্রেচেবল ও জলরোধী ফ্যাব্রিক তৈরি করে, যা শরীরের ক্ষুদ্র গতিবিধি বা নড়াচড়া থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারে।



বর্তমানে সিঙ্গাপুরের এনটিইউ-তে প্রায় ৩৫,৪০০ শিক্ষার্থী পড়াশোনা করছে এবং এখানে স্নাতক, স্নাতকোত্তর, এমবিএ ও পিএইচডি পর্যায়ে শতাধিক প্রোগ্রাম চালু রয়েছে। সব মিলিয়ে এটি এখন শুধু সিঙ্গাপুর নয়, বরং বিশ্বব্যাপী একটি শীর্ষ গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। যা আমাদের উচ্চস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।



তথ্যসূত্র: কিউএস ওয়ার্ল্ড উইনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬, নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) ও উইকিপিডিয়া।

লেখক পরিচিতি:

সিরাজুর রহমান
শিক্ষক ও লেখক
সিংড়া, নাটোর
বাংলাদেশ।

Comments

Popular posts from this blog

বিশ্বের সবচেয়ে বড় ছাপানো পবিত্র কুরআন মাজীদ!

প্রাণের খোঁজে শনির চাঁদ টাইটানে নাসার এক বৈপ্লবিক “ড্রাগনফ্লাই” স্পেস মিশন!

ইএল ক্যাপ্টেন' এক অবিশ্বাস্য দ্রুত গতির সুপার কম্পিউটার!