Posts

Showing posts from September, 2025

China's Successful ICBM Test Raises Concerns Among Regional Powers!

Image
China recently conducted a successful test of a long-range Intercontinental Ballistic Missile (ICBM) over the South Pacific. On September 25, the Ministry of Defense said the launch was part of a routine military exercise. Analysts believe the missile tested likely belonged to the Dongfeng-31 (DF-31) series, with an estimated range of about 13,200 kilometers. French officials reported that the missile landed in the waters of French-controlled Polynesia, near the Marquesas Islands. Experts think the timing of the test, which aligned with the United Nations General Assembly session in New York, showed Beijing’s intent to highlight its strategic capabilities amid growing competition with the United States. China’s ICBM development program started in the 1960s. Its first long-range missile, the DF-4, with a range of 7,000 km, was actually an Intermediate-Range Ballistic Missile (IRBM). The country's first true ICBM was the liquid-fueled DF-5, successfully tested in 1980 with an estimat...

Mistral-class Amphibious Assault Ships: Mini-Aircraft Carriers

Image
  France’s Mistral-class amphibious assault ships rank among the most advanced mini-aircraft carriers currently in use. The French Navy operates three of these helicopter carriers. Egypt is the only other country to have acquired two new Mistral-class ships. In 2010, France struck a deal with Russia to build two Mistral-class vessels, each weighing 21,500 tons. The total cost was €1.37 billion, with Russia paying €840 million upfront. After Russia’s military actions in Ukraine and the resulting sanctions from the US and EU in 2014, France decided to suspend and eventually cancel the agreement. France returned the technology it had received from Russia and fully refunded the payment, including compensation for damages. Seizing this opportunity, Egypt bought the two completed ships in 2015 for €960 million under favorable terms. They also purchased Russian Ka-52 attack helicopters to operate with these carriers. The two ships joined the Egyptian Navy as: ENS Gamal Abdel Nasser — June...

WIPO Global Innovation (Patents) Index 2025

Image
In today’s globalized world, leading nations are competing fiercely in technology, research, and innovation. According to the World Intellectual Property Organization (WIPO), the top ten countries in this race are China, the United States, Japan, South Korea, Germany, France, the United Kingdom, Switzerland, India, and the Netherlands. WIPO’s latest Patent Cooperation Treaty (PCT) Early Review 2025, published in March, confirms that China continues to hold its leading position in international patent filings, followed closely by the United States. In 2024, a total of 273,900 international patent applications were filed under the PCT system. Of these, China accounted for 70,160 applications, reflecting a modest 0.9% growth compared to the previous year. The United States ranked second with 54,087 filings, though its numbers dropped by 2.8% from 2023. Japan maintained third place with 48,397 applications, followed by South Korea with 23,851 and Germany with 16,721. France filed 8,125 app...

বিশ্বের সবচেয়ে বড় ছাপানো পবিত্র কুরআন মাজীদ!

Image
বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ছাপানো পবিত্র কুরআন মাজীদ সৌদি আরবের মক্কার “The Holy Qur’an Museum” বা কুরআন মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। এটিকে আনুষ্ঠানিকভাবে “The World’s Largest Printed Qur’an” হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এটি ইতোমধ্যেই গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডেও অন্তর্ভুক্ত হয়েছে। এই বিশাল আকারের অমূল্য কুরআন মাজীদ খোলা অবস্থায় মাপ দাঁড়ায় ২.৩০ মিটার × ৩.২৮ মিটার × ০.৩১ মিটার এবং এর ওজন হতে পারে প্রায় ১.৫ টন (আনুমানিক)। আসলে এটি কোনো সাধারণভাবে ছাপানো পবিত্র কোরআনের কপি নয়, বরং এটি একটি নিখুঁত ও দৃষ্টিনন্দন করে ছাপানো পবিত্র কোরআনের একটি কপি। যেখানে আরবি ক্যালিগ্রাফি, অলংকরণ এবং পৃষ্ঠার বিন্যাস অত্যন্ত সূক্ষ্মভাবে করা হয়েছে। দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ‘এমশাহেদ ইন্টারন্যাশনাল গ্রুপ’ (Mshahed International Group) এর নকশায় এটি তৈরি করা হয় এবং এর ছাপার কাজ সম্পন্ন হয় জার্মানিতে। ২০১২ সালের জুলাই মাসে (রমজান মাসে) সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে প্রথমবারের মতো এই পবিত্র কুরআন মাজীদ উন্মোচন করা হয়। পরবর্তীতে এটিকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় স্থানান্তর করা হয়। ২০১৫ সালে H...

The Challenges of Education and Technology in the Muslim World!

Image
Education is the foundation of any nation. It is vital for progress and sustainable development. A country may have wealth or resources, but without investment in education, research, and technology, it cannot achieve meaningful growth in today’s competitive world. This issue is particularly urgent for many Muslim-majority countries. Despite a population of nearly 1.9 billion, vast territories, and rich natural resources, these nations continue to fall behind in science and technology. Approximately 1.1 billion Muslims live in Asia, 440 million in Africa, 50 million in Europe, and between 4 and 7 million in the Americas. Despite this significant population, the levels of higher education, research, and innovation remain disappointingly low. A stark comparison can be made with Israel. With a population of around 10 million, the country supports over 45,000 scientists and researchers who contribute to advancements in scientific and technological fields. In contrast, the entire Arab world...

আকাশ থেকে নিক্ষেপযোগ্য জেএল-১ ব্যালেস্টিক মিসাইল (ALBM) প্রদর্শন করে চীন!

Image
গত ৩ সেপ্টেম্বর বেইজিং এ অনুষ্ঠিত ‘বিজয় দিবস’ কুচকাওয়াজে চীন তাদের এক নতুন কৌশলগত জেএল-১ এয়ার লঞ্চড বেসড ব্যালেস্টিক মিসাইল (ALBM) প্রদর্শন করে। মূলত চীনের এইচ-৬এন হেভি বোম্বার এয়ারক্রাফট থেকে উৎক্ষেপণযোগ্য ম্যাক ৫ বা তার অধিক গতি সম্পন্ন এই ব্যালিস্টিক মিসাইলটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। আসলে এয়ার লঞ্চড জেএল-১ (Jinglei-1) ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালেস্টিক মিসাইলটিকে চীনের বিমান বাহিনীর এইচ-৬এন কৌশলগত বোমারু বিমানে ব্যবহারের উপযোগী করে ডিজাইন করা হয়েছে এবং এর ম্যাক্সিমাম রেঞ্জ হতে পারে আনুমানিক ৩,০০০-৪,০০০ কিলোমিটার। আকাশে জ্বালানি ভরার সুবিধার কারণে H-6N দীর্ঘসময় আকাশে থেকে শত্রু প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা এর কার্যক্ষম রেঞ্জকে প্রায় ৫,০০০ কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে দেয়। এটি চীনের ত্রিমাত্রিক পারমাণবিক (Nuclear Triad) এ্যাটাক ক্যাপাবিলিটিকে এক নতুন মাত্রা দিয়েছে। বিশেষ করে ভূমি ভিত্তিক আন্তঃমহাদেশীয় মিসাইল (ICBM), সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইল (SLBM) সক্ষমতা অর্জনের পাশাপাশি আকাশ পথে নিউক্লিয়ার ওয়ারহেড ক্যাপবল (ALBM) মিসাইল নিক্ষেপের যো...

চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ!

Image
ইয়াহু ফাইন্যান্স ওয়েবসাইটের দেয়া তথ্যমতে, গত ২০২৪ সালে গ্লোবাল শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ এর বাজারের আকার ছিল প্রায় ৭ বিলিয়ন ডলার। যা চলতি ২০২৫ সাল শেষে এই শিল্পের বাজারের আকার প্রায় ৯.১ বিলিয়ন ডলার হতে পারে এবং তা থেকে বেড়ে আগামী ২০৩০ সালের মধ্যে আনুমানিক ১৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে, যা পূর্বাভাসের সময়কালে ৭.৪% সিএজিআর প্রদর্শন করবে। জাতিসংঘের উন্নয়ন ও বাণিজ্য সংস্থা (আঙ্কটাড) এর এক প্রতিবেদন অনুযায়ী জাহাজ ভাঙ্গা শিল্পে বাংলাদেশ বর্তমানে প্রথম স্থানে রয়েছে। তাছাড়া সারা বিশ্বের অর্ধেকেরও বেশি পুরনো জাহাজ বাংলাদেশেই ভাঙ্গা বা রিসাইকল করা হয়ে থাকে। এই শিল্পে বর্তমানে স্থায়ী ও অস্থায়ীভাবে মোট প্রায় ৫০ হাজারের অধিক কর্মী কাজ করছেন। তাছাড়া এই শিল্পের সাথে পরোক্ষভাবে আনুমানিক আরো কয়েক লক্ষ লোক নিয়োজিত রয়েছেন। এদিকে বাংলাদেশসহ ভারত, চীন, পাকিস্তান এবং তুরস্ক মিলে এই পাঁচটি দেশ বর্তমানে বৈশ্বিক জাহাজ ভাঙ্গা ও শীপ রিসাইকেলিং শিল্পের প্রায় ৭৫% দখল করে রয়েছে। গত ২০২২ সালের হিসেব অনুযায়ী সারস বিশ্বের মোট জাহাজ ভাঙা শিল্পের ৫২.৪% বা ৮.০২ মিলিয়ন ...

প্রাণের খোঁজে শনির চাঁদ টাইটানে নাসার এক বৈপ্লবিক “ড্রাগনফ্লাই” স্পেস মিশন!

Image
সৌরজগতের বিস্ময়কর রিং বলয় ঘেরা শনিগ্রহ এবং তার বৃহত্তম চাঁদ “টাইটান” বর্তমানে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীদের কাছে একে বিজ্ঞানীদের কৌতূহলের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। বিশেষ করে "টাইটান" উপগ্রহ তার ঘন বায়ুমণ্ডল, তরল মিথেনে গঠিত নদী ও হ্রদ, বরফে ঢাকা পৃষ্ঠ এবং এর অভ্যন্তরে লুকিয়ে থাকা সম্ভাব্য তরল জলের অস্তিত্বের জন্য বিজ্ঞানীদের কাছে বরাবরই গবেষণার এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রয়ে গেছে। আমাদের সোলার সিস্টেমে “টাইটান” উপগ্রহে বিদ্যমান এসব অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের জন্য পৃথিবীর বাইরে এতে এলিয়েন লাইফ বা প্রাণের সম্ভাব্য আবাসস্থল হিসেবে বিবেচনা করেন বিজ্ঞানীরা। এবার এই সম্ভাবনাকে বাস্তবে যাচাই করতে চায় NASA। এজন্য নাসা এক অতি উচ্চাভিলাষী এবং ব্যয়বহুল রোবটিক স্পেস মিশন পরিচালনা করতে যাচ্ছে, যার নাম দেয়া হয়েছে ‘ড্রাগনফ্লাই’ (Dragonfly) স্পেস মিশন। নাসার এই উচ্চাভিলাষী পরিকল্পনা অনুযায়ী, ‘ড্রাগনফ্লাই’ (টাইটান স্পেস প্রোব) মিশন আগামী ২০২৮ সালের জুলাই মাসে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে। প্রায় ৬ বছরের যাত্রা শেষে এট...