দিল্লিতে বায়ুদূষণ কমাতে কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ!

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ মোকাবিলায় কৃত্রিমভাবে বৃষ্টিপাত (Cloud Seeding) ঘটানোর লক্ষ্যে একটি পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় ২০২৫ সালের ৪ থেকে ১১ জুলাইয়ের মধ্যে প্রথম পর্যায়ের কার্যক্রম পরিচালিত হবে। প্রথম পর্যায়ে দিল্লির আকাশে ১০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে আকাশে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হবে। ভারতের এই প্রকল্পের মূল লক্ষ্য হলো যে, বাতাসে ভাসমান অতিক্ষুদ্র ধূলিকণা যেমন PM2.5 এবং PM10 সহ অন্যান্য ক্ষতিকর উপাদানগুলোকে কৃত্রিম বৃষ্টির মাধ্যমে ধুয়ে ফেলে বাতাসকে পরিশোধন করা। দিল্লির এই উদ্যোগ যৌথভাবে বাস্তবায়ন করছে আইআইটি কানপুর এবং ভারতের আবহাওয়া বিভাগ (IMD)। ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত প্রযুক্তি আবহাওয়া নিয়ন্ত্রণের একটি আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি। এই পদ্ধতিতে বিমান বা ড্রোনের মাধ্যমে মেঘের মধ্যে সিলভার আয়োডাইডের মতো রাসায়নিক উপাদান ছড়িয়ে দেওয়া হয়। এই উপাদান মেঘে উপস্থিত জলকণাগুলোর ঘনীভবন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, যার ফলে মেঘ ভারী হয়ে বৃষ্টিপাত সৃষ্টি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তথ্য অনুযায়ী, দিল্লি বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ...