বৈশ্বিক অস্ত্র বানিজ্যের বর্তমান পরিস্থিতি এবং বাস্তবতা!
বৈশ্বিক অস্ত্র বানিজ্যের বর্তমান পরিস্থিতি এবং বাস্তবতা! দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে সামরিক উত্তেজনা, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ এবং সর্বপরি মধ্যপ্রাচ্যে চরম অস্থিতিশীল এবং ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে সারা বিশ্বব্যাপী ২০১৯ সালে সারা বছর ব্যাপী আনুমানিক ১২৩ বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থের প্রাণঘাতী অস্ত্র এবং সামরিক সাজ সরঞ্জামের ব্যাপক বানিজ্য হয়েছে। যদিও বৈশ্বিক পর্যায়ের স্টোকহোম বেসড ইন্টারন্যাশনাল পীস রিসার্চ ইনিস্টিউট, ডিফেন্স জেন্স রিপোর্ট, গ্লোবাল ফায়ার পাওয়ার, বিজনেস ইনসাইডারসহ একাধিক ডিফেন্স থিংক ট্যাংকের তথ্যমতে, ২০১৯ সালে সারা বিশ্বে ৮০ বিলিয়ন ডলারের কাছাকাছি অস্ত্র বানিজ্য হয়েছে দেখানো হয়। তবে এ তথ্য উপাত্ত কিন্তু বাস্তবতার সাথে মোটেও সামাঞ্জস্যপূর্ণ নয় বলেই প্রতিয়মান হয়। আর এই বিশাল অস্ত্র বাণিজ্যের মোট ৩৮% থেকে ৪৫% পর্যন্ত মূল ক্রেতা ছিল মধ্যপ্রাচ্যের বাদশা ও আমির শাসিত আরব দেশগুলো। তাছাড়া পাকিস্তান ও চীনের সাথে চরম বৈরি সম্পর্ক এবং বিবাদের জেরে ভারতকে প্রতি বছর জাতীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার স্বার্থে বিপুল পরিমাণ ও মূল্যের যুদ্ধ...