এক বিংশ শতাব্দীতে এসে বিশ্বের সুপার পাওয়ার দেশগুলো আবারো নতুন করে চন্দ্র বিজয়ের নেশায় মেতে উঠেছে!
এক বিংশ শতাব্দীতে এসে বিশ্বের সুপার পাওয়ার দেশগুলো আবারো নতুন করে চন্দ্র বিজয়ের নেশায় মেতে উঠেছে। যার ধারাবাহিকতায় চীনের নিজস্ব তৈরি ১৪০ কিলোগ্রাম ওজনের ইউতু-২ মুন রোভার ইতোমধ্যেই চাঁদের বুকে দীর্ঘ সময় কাজ করার সভিয়েত ইউনিয়নের করা পূর্বের বিশ্ব রেকর্ডটি ভেঙে দিয়েছে। আসলে চাঁদের বুকে দীর্ঘ সময় কাজ করার বিশ্ব রেকর্ডটি আগে করেছিল কোল্ড ওয়ার যুগের সভিয়েত ইউনিয়নের লুনোখোড-২ মুন রোভারটি। মুলত সভিয়েত ইউনিয়নের ৭৫৬ কিলোগ্রাম ওজনের লুনোখোড-২ মুন রোভারটিকে ১৯৭০ সালের ১০ই নভেম্বর চাঁদের মাটিতে ল্যাণ্ড করানো হয়েছিল এবং দীর্ঘ ১০ মাস ৫ দিন মিশন পরিচালনা করে ১৯৭১ সালে ১৪ই সেপ্টেম্বর এর মিশনের সমাপ্তি ঘোষণা করা হয়। এটি ১৮০ ওয়াট বিদ্যুৎ শক্তি ব্যবহার করত। যা ছিল মানব ইতিহাসের এক বিরল রেকর্ড। আর বর্তমান সময়ে এসে চীনের তৈরি ইউতু-২ মুন রোভার সেই রেকর্ডকে ভেঙ্গে দিয়ে চলতি ২০১৯ সালের জানুয়ারি ৩ থেকে এ পর্যন্ত দীর্ঘ ১১ মাস চাঁদের মাটিতে মিশন পরিচালনা করে এক নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করল। চীনের ইউতু-২ রোভারটি এ পর্যন্ত চাঁদের বুকে মাত্র ৩৪৫ মিটার এলাকা ভ্রমণ করেছে। যদিও এটি খুব অল্প দূ...