ভারতের বর্তমান ও ভবিষ্যত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা !
একুশ শতকের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং জাতীয় আকাশ নিরাপত্তা ব্যবস্থা সু নিশ্চিত ক রার স্বার্থে এবং বিশ্ব মানের বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে ভারতের বর্তমান সরকার বেশকিছু মহা পরিকল্পনা প্রনয়ন করার পাশাপাশি বিলিয়ন ডলার ব্যয় করে যাচ্ছে। মুলত ২০১৮ সালের ভারতের সার্বিক সামরিক ও প্রতিরক্ষা বাজেট ৫৪ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয় । যার একটি বড় অংশ ব্যয় করা হবে বিমান বাহিনীর সর্বোচ্চ আধুনিকায়নের জন্য । ভারতীয় বিমান বাহিনীর ফিক্সড কমব্যাট এরিয়্যাল ক্যাপাবিলিটি বৃদ্ধি করার স্বার্থে এবং ভবিষ্যতে পর্যাপ্ত পরিমাণ স্কোয়াডোনের ঘাটত পূরণ করার জন্য বিশ্বের প্রথম সারির জেট ফাইটার ম্যানুফ্যাকচারিং কর্পোরেশনের সাথে যৌথভাবে মেইক ইন ইন্ডিয়ার নীতিতে নিজ দেশের মাটিতে জেট ফাইটার উ ৎপাদনের লক্ষ্যে প্রায় ২০ বিলিয়ন ডলার সমমূল্যের এমারসিএ প্রজেক্ট নিয়ে কাজ করে যাচ্ছে । তার পাশাপাশি ৮.৭ বিলিয়ন ডলার মূল্যের ৩৬টি এডভান্স এবং ৪++ প্রজন্মের রাফায়েল ক্রয়ের চুক্তি ইতোমধ্যেই সম্পন্ন করেছে , যা আগামী ২০১৯ সাল থেকে ভারতীয় বিমান বাহিনীতে পর্যায়ক্রমে সংযুক্ত হওয়া শুরু হবে এবং পরবর্তীতে আরো ৩৬টি সুপার...