দ্য স্পিড অব মিল্কিওয়ে গ্যালাক্সি :
আমাদের চিরচেনা সোলার সিস্টেম মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় ২৬ হাজার থেকে ২৭ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত। আর এই সোলার সিস্টেমটি প্রতি সেকেন্ডে প্রায় ২২০ কিলোমিটার গতিতে মিল্কিওয়ে গ্যালাক্সিকে পরিভ্রমণ করে যাচ্ছে। যেখানে মিল্কিওয়ে গ্যালাক্সির ব্যাস প্রায় ৮৭,৪০০ আলোকবর্ষ থেকে ১,০০,০০০ আলোকবর্ষ পর্যন্ত ছড়িয়ে রয়েছে এবং এর ডিস্কের পুরুত্ব হতে পারে প্রায় ১ হাজার আলোকবর্ষ দূরত্বের সমান।
আসলে এই মিল্কিওয়ে গ্যালাক্সি হয়ত প্রায় ১৩.৬ বিলিয়ন বছরের অতি পুরানো একটি সর্পিল ছায়াপথ। যাতে কিনা আনুমানিক ২০০ থেকে ৪০০ বিলিয়ন নক্ষত্র এবং তার পাশাপাশি আরো প্রায় কয়েক ট্রিলিয়ন অন্যান্য মহাজাগতিক অবজেক্ট নিয়ে এই সুবিশাল মহাবিশ্বে ছুটে বেড়াচ্ছে।
আমাদের সোলার সিস্টেমের মিল্কিওয়ে গ্যালাক্সির চারপাশে সুনির্দিষ্ট কক্ষপথে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় ২২.৫ কোটি থেকে ২৫ কোটি বছর। সোলার সিস্টেমের এই দীর্ঘ মেয়াদি ভ্রমণকে গ্যালাক্টিক ইয়ার বা কসমিক ইয়ার বলা হয়।
অন্যদিকে, মিল্কিওয়ে গ্যালাক্সিতে স্যাগেটারিয়াস-এ নামক একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে। যা আজ থেকে প্রায় ৫০ বছর আগে ১৯৭৪ সালে শনাক্ত করা হয়। যার ভর কিনা অবিশ্বাস্যভাবে আমাদের সোলার সিস্টেম অপেক্ষা ৪.২৯৭ মিলিয়ন গুণ বেশি।
তাছাড়া গত ২০১২ সালে হাবল স্পেস টেলিস্কোপের তথ্য মহাকাশ বিজ্ঞানীরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখেছেন যে, মিল্কিওয়ে গ্যালাক্সি নিজেও আবার তার সম্পূর্ণ ভর বা অবজেক্ট নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে এই আসীম মহাবিশ্বে ছুটে বেড়াচ্ছে। এটি প্রতি সেকেন্ড প্রায় ৫৮৩ কিলোমিটার গতিতে আমাদের পার্শ্ববর্তী আরেক সুপার জায়ান্ট অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির দিকে ধেয়ে যাচ্ছে।
Sherazur Rahman
See insights
Comments
Post a Comment