Posts

Showing posts from November, 2025

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-কেন্দ্রিক শিক্ষা ও প্রযুক্তিগত উন্নয়নে আমাদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা!

Image
একবিংশ শতাব্দীর ২০২৫ সালে এসে আমরা প্রযুক্তির জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার এক বাস্তব, সমৃদ্ধ ও অত্যন্ত কার্যকর রূপ প্রত্যক্ষ করছি। AI এখন মানুষের জীবনযাপন, কাজের ধরণ, শিল্প উৎপাদন, গবেষণা এবং সর্বপরি শিক্ষাকে অভূতপূর্ব গতিতে প্রভাবিত করছে। তবে এই অভাবনীয় প্রযুক্তির সঙ্গে যুক্ত রয়েছে কিছু বাস্তব চ্যালেঞ্জও, যা মোকাবিলায় আমাদের আরও সচেতন হতে হবে। আজ AI কেবল সেকেন্ড নয়, বরং ন্যানোসেকেন্ডের গতিতে ডেটা বিশ্লেষণ ও জটিল সমস্যা সমাধান করছে। কিন্তু অনেকেই ভাবেন, এআই মানেই কেবল ছবি, ভিডিও তৈরি করা বা পড়াশোনা না করেই লেখা বানিয়ে নেওয়া। অথচ উন্নত বিশ্ব প্রায় এক দশক আগে থেকে শিল্প উৎপাদন, মহাকাশ গবেষণা, আবহাওয়া বিশ্লেষণ, কৃষি প্রযুক্তি, ডিফেন্স সিস্টেম, চিকিৎসা, এভিয়েশন, অটোমোবাইলস, রোবটিক্স এবং ভবিষ্যতের উচ্চ প্রযুক্তি উন্নয়নে AI-কে মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করছে। এই অভাবনীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে গবেষণা, উন্নয়ন ও বাস্তব ব্যবহারে এখন চীন, যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জার্মানি, ইসরাইল, দক্ষিণ কোরিয়া এবং ভারতের মতো দেশগুলো অগ্রণী ভূমিকা পালন করছে। অথচ এদিকে আমরা এখন...

আসন্ন দুবাই এয়ার শো ২০২৫ এ সি-৯১৯ যাত্রীবাহী বিমান প্রদর্শন করতে যাচ্ছে চীন!

Image
চলতি ২০২৫ সালের ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বৃহত্তম নগরী দুবাইতে ৫ দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক দুবাই এয়ার শো ২০২৫। আসন্ন এই এয়ার শোতে এবার চীনের নিজস্ব প্রযুক্তির তৈরি মিডিয়াম রেঞ্জের সি-৯১৯ প্যাসেঞ্জার এয়ারক্রাফট প্রদর্শন করবে কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (সিএসিসি)। আসলে দুবাই এয়ার শো ২০২৫ তে চীনের সি-৯১৯ এয়ারক্রাফটসহ COMAC এর তৈরি মোট তিনটি বিমান একটি দল হিসেবে তার প্রযুক্তিগত সক্ষমতা বিশ্বের সামনে প্রদর্শন করবে। চীন প্রত্যাশা করে অদুর ভবিষ্যতে আমেরিকার বোয়িং এবং ইউরোপের এয়ারবাসের সাথে প্রতিযোগিতা করে আন্তর্জাতিক বাজারে নিজের যোগ্য স্থান করে নিতে পারবে। এই প্যাসেঞ্জার এয়ারক্রাফট চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (সিএসিসি) ডিজাইন ও তৈরি করে। তবে এখনো পর্যন্ত এই বিমানের আনুমানিক ৬৫% যন্ত্রাংশ যেমন- ইঞ্জিন, এভিয়নিক্স সিস্টেম এবং ককপিটের অধিকাংশ প্রযুক্তি আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানি করে সংযোজন করা হয়।  আর অন্য দেশের উপর এই বিমানটির প্রযুক্তিগত নির্ভরতার বিষয়টি বিবেচনা করলে কিন্তু চীন...