Posts

Showing posts from February, 2024

দ্য স্পিড অব মিল্কিওয়ে গ্যালাক্সি :

Image
আমাদের চিরচেনা সোলার সিস্টেম মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় ২৬ হাজার থেকে ২৭ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত। আর এই সোলার সিস্টেমটি প্রতি সেকেন্ডে প্রায় ২২০ কিলোমিটার গতিতে মিল্কিওয়ে গ্যালাক্সিকে পরিভ্রমণ করে যাচ্ছে। যেখানে মিল্কিওয়ে গ্যালাক্সির ব্যাস প্রায় ৮৭,৪০০ আলোকবর্ষ থেকে ১,০০,০০০ আলোকবর্ষ পর্যন্ত ছড়িয়ে রয়েছে এবং এর ডিস্কের পুরুত্ব হতে পারে প্রায় ১ হাজার আলোকবর্ষ দূরত্বের সমান। আসলে এই মিল্কিওয়ে গ্যালাক্সি হয়ত প্রায় ১৩.৬ বিলিয়ন বছরের অতি পুরানো একটি সর্পিল ছায়াপথ। যাতে কিনা আনুমানিক ২০০ থেকে ৪০০ বিলিয়ন নক্ষত্র এবং তার পাশাপাশি আরো প্রায় কয়েক ট্রিলিয়ন অন্যান্য মহাজাগতিক অবজেক্ট নিয়ে এই সুবিশাল মহাবিশ্বে ছুটে বেড়াচ্ছে। আমাদের সোলার সিস্টেমের মিল্কিওয়ে গ্যালাক্সির চারপাশে সুনির্দিষ্ট কক্ষপথে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় ২২.৫ কোটি থেকে ২৫ কোটি বছর। সোলার সিস্টেমের এই দীর্ঘ মেয়াদি ভ্রমণকে গ্যালাক্টিক ইয়ার বা কসমিক ইয়ার বলা হয়। অন্যদিকে, মিল্কিওয়ে গ্যালাক্সিতে স্যাগেটারিয়াস-এ নামক একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে। যা আজ থেকে প্রায় ৫০ বছর আগে ১৯৭৪ সালে শনাক...

এক লিজেন্ডারী যুদ্ধবিমান এফ-১৪ টমক্যাট ফাইটার জেটঃ

Image
  আশি ও নব্বইয়ের দশকে আমেরিকা এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমানের পাশাপাশি ক্যারিয়ার বেসড একটি নতুন সিরিজের যুদ্ধবিমান সার্ভিসে আনে৷ যা ছিল কিনা এফ-১৪ টমক্যাট ফাইটার জেট। ততকালীন সময়ে এটি সারা বিশ্বে ব্যাপক সারা ফেলে দেয়। মূলত দুই ইঞ্জিন বিশিষ্ট এফ-১৪ টমক্যাট যুদ্ধবিমানের ব্যবহারকারী দেশ ছিল আমেরিকা ও ইরান। অথচ গত ২০০৬ সালে তার নৌবাহিনীতে অপারেশনাল থাকা প্রায় চার শতাধিকের অধিক এই সিরিজের যুদ্ধবিমান সার্ভিস লাইফ টাইম শেষ হওয়ার আগেই এক সাথে অবসরে পাঠিয়ে দেয় ইউএস নেভাল ফোর্স। আমেরিকার নৌবাহিনী ২০০৬ সাল থেকেই সার্ভিসে আনে নতুন এফ-১৮ হর্নেট ক্যারিয়ার বেসড যুদ্ধবিমান। তবে বর্তমানে খুব সম্ভবত ইরানের বিমান বাহিনীতে ১৮টি থেকে ২৪টি এফ-১৪ টমক্যাট যুদ্ধবিমান রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সচল রাখা হয়েছে। যদিও ইরানের প্রযুক্তিগত সীমাবদ্ধতায় এই যুদ্ধবিমানের একটি বড় অংশ মর্ডানাইজেশন এবং রিপিয়ার মেইন্টেনেন্সের অভাবে অনেক আগেই গ্রাউন্ডেড হয়ে পড়ে রয়েছে। আমেরিকার এভিয়েশন জায়ান্ট নরথ্রপ গ্রুম্যান এ্যারোস্পেস কর্পোরেশনের তৈরি এফ-১৪ টমক্যাট ১৯৭৪ সালে প্রথম সার্ভিসে আসে এবং মোট ৭১২টি এই জাতীয় এডভান্স জেট ফাইটার তৈরি কর...