রাশিয়ান এস-৪০০ ডিফেন্স সিস্টেন নিয়ে একটি সমকালীন ভাবনা।।
রাশিয়া সাম্প্রতিক সময়ে চীনের কাছে পূর্ব চুক্তি মোতাবেক অত্যাধুনিক লং রেঞ্জের এস-৪০০ ট্রায়াম্ফ সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রথম চালান সরবরাহ করেছে। মুলত ২০১৪ সালের মাঝামাঝি সময়ে চীন ৩.০০ বিলিয়ন ডলার মুল্যের ছয় ব্যাটলিয়ন এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম ক্রয়ের চুক্তি সম্পন্ন করে এবং পূর্ব নির্ধারিত সিডউল মোতাবেক এবং নিদিষ্ট সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা চাপ উপেক্ষা করে প্রথম চালান পাঠালো বলে মনে করা হচ্ছে। রাশিয়ান সংবাদ সংস্থা ইতার তাসের তথ্যমতে, লেনিনগ্রাদ অঞ্চলের উস্ত-লুগ বন্দর থেকে দুটি জাহাজে করে এস-৪০০’র প্রথম চালান চীনে পাঠানো হয় এবং জাহাজ দুটিতে রয়েছে কমান্ড পোস্ট, রাডার স্টেশন, লাউঞ্চিং স্টেশন, এনার্জি ইকুইপমেন্ট এবং অন্যান্য সরঞ্জমাদি। তবে তৃতীয় জাহাজটি গত জানুয়ারি মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার সময় ঝড়ের কবলে পড়লে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিছুটা ক্ষতিগ্রস্ত হলে তা পুনরায় রাশিয়ায় ফেরত আনা হয়েছে এবং চলতি গ্রীষ্মের যে কোন সময় আবার চীনকে তা নতুন করে সরবরাহ করা হতে পারে। এদিকে রাশিয়ান এস-৪০০ সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবস্থাপনা ও কার্যকরভাব...