Posts

Showing posts from April, 2018

রাশিয়ান এস-৪০০ ডিফেন্স সিস্টেন নিয়ে একটি সমকালীন ভাবনা।।

Image
রাশিয়া সাম্প্রতিক সময়ে চীনের কাছে পূর্ব চুক্তি মোতাবেক অত্যাধুনিক লং রেঞ্জের এস-৪০০ ট্রায়াম্ফ সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রথম চালান সরবরাহ করেছে। মুলত ২০১৪ সালের মাঝামাঝি সময়ে চীন ৩.০০ বিলিয়ন ডলার মুল্যের ছয় ব্যাটলিয়ন এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম ক্রয়ের চুক্তি সম্পন্ন করে এবং পূর্ব নির্ধারিত সিডউল মোতাবেক এবং নিদিষ্ট সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা চাপ উপেক্ষা করে প্রথম চালান পাঠালো বলে মনে করা হচ্ছে। রাশিয়ান সংবাদ সংস্থা ইতার তাসের তথ্যমতে, লেনিনগ্রাদ অঞ্চলের উস্ত-লুগ বন্দর থেকে দুটি জাহাজে করে এস-৪০০’র প্রথম চালান চীনে পাঠানো হয় এবং জাহাজ দুটিতে রয়েছে কমান্ড পোস্ট, রাডার স্টেশন, লাউঞ্চিং স্টেশন, এনার্জি ইকুইপমেন্ট এবং অন্যান্য সরঞ্জমাদি। তবে তৃতীয় জাহাজটি গত জানুয়ারি মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার সময় ঝড়ের কবলে পড়লে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিছুটা ক্ষতিগ্রস্ত হলে তা পুনরায় রাশিয়ায় ফেরত আনা হয়েছে এবং চলতি গ্রীষ্মের যে কোন সময় আবার চীনকে তা নতুন করে সরবরাহ করা হতে পারে। এদিকে রাশিয়ান এস-৪০০ সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবস্থাপনা ও কার্যকরভাব

বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স এর অবদান।

Image
মহান স্বাধীনতা লাভের পরবর্তী ১৯৭৩ সালে মাত্র ১০.০০ মিলিয়ন ডলার রেমিটেন্স দিয়ে যে নতুন অর্থনৈতিক যুগের সূচনা হয় তা আজ ৪৫০% বৃদ্ধি পেয়ে গড়ে ১৩.০০ বিলিয়ন ডলারে পৌছেছে এবং নিশ্চিতভাবেই বিগত চার দশক ধরে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক কারেন্সি রিজার্ভ সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। মুলত ১৯৭৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে আনুমানিক ৯.৬০ মিলিয়ন শ্রমিক এবং পেশাজীবী বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে যার অধিকাংশই কাজ করছেন মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, আরব আমিরাতসহ বিশ্বের অন্যান্য দেশে। বাংলাদেশ থেকে ২৮ লক্ষ শ্রমিক ও পেশাজীবী জানুয়ারি ২০০৯ থেকে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত বিদেশে পাঠানো হয়েছে এবং ঠিক একই সময়ে প্রায় ৮৭.৯৫ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে যদিও এই সময় মালয়েশিয়ার শ্রম বাজার এক রকম বন্ধ ছিলো। তাছাড়া, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চরম অস্থিতিশীল রাজনৈতিক সংকট ও যুদ্ধাবস্থা বিরাজ করায় বিগত চার বছর ধরে রেমিটেন্স প্রবাহে কিছুটা ভাটা দেখা দিয়েছে। আবার অন্যদিকে, ২০১৪-১৫ অর্থ বছরে সর্বোচ্চ ১৫.৩১৭ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা বাবদ দেশে আস