মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল ও সংঘাতময় পরিস্থিতির আরালে সৌদি আরব ও ইরান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ান শিবিরে বিভক্ত হয়ে বিপদজনক ভাবে প্রভাব বিস্তার এবং একে অন্যের বিরুদ্ধে যুদ্ধে জরিয়ে পরার মতো জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। তাছারা মধ্যপ্রাচ্যের আরেক শক্তিশালী রাষ্ট্র ইসরাইলের সাথে সাম্প্রতিকতম কালে সৌদি আরবের গোপন সামরিক ও সহযোগিতামুলক সম্পর্ক মধ্যপ্রাচ্য তথা মুসলিম বিশ্বের ভবিষ্যত আরো সংঘাতময় ও বিপদজনক হয়ে উঠতে পারে। আবার উদীয়মান আঞ্চলিক সামরিক ও অর্থনৈতিক শক্তিধর দেশ ইরান ও তুরস্ক ইদানিং কালে নজিরবিহীন ভাবে মধ্যপ্রাচ্যের একাধিক স্পর্শকাতর রাজনৈতিক ইস্যুতে হস্তক্ষেপ অব্যাহত রেখেছে, যা মধ্যপ্রাচের অস্থিতিশীল পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। তাছারা ইয়েমেনে সৌদি আগ্রাসনকে কেন্দ্র করে ইরান ও সৌদি মত বিরোধ ও দ্বন্দ চরম আকার ধারণ করেছে এবং অদূর ভবিষ্যতে যুদ্ধে যে রুপ নিবে না তা স্পষ্ট করে বলা যাবে না। আসলে মধ্য়প্রাচ্যে চলমান বিরামহীন রাজনৈতিক সংকট ও অস্থিতিশীল যুদ্ধ পরিস্থিতির আড়ালে বিশ্বের দুই সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের প
Posts
Showing posts from November, 2017
- Get link
- X
- Other Apps
রাশিয়া সম্প্রতিকতম সময়ে তাদের সভিয়েত যুগের কৌশলগত এবং লং রেঞ্জ সুপারসনিক বোম্বার টুপোলেভ টিইউ-১৬০ এর নতুন প্রজন্মের অত্যাধুনিক টিইউ-১৬০এম২ ব্লাকজ্যাক সার্ভিসে আনতে যাচ্ছে। মুলত গত ১৬ই নভেম্বর ২০১৭ এ রাশিয়ান কাজানের এয়ারক্রাফট এন্টারপ্রাইজের হ্যাঙ্গার থেকে সুপারসনিক টিইউ-১৬০এম২ ব্লাকজ্যাক প্রটোটাইপ কপির ইমেজ জনসম্মুক্ষে প্রকাশ করেছে। রাশিয়ান প্রতিরক্ষা বিভাগ ও সংবাদ মাধ্যমের তথ্যমতে, ২০১৮ সালের শেষের দিকে নতুন প্রজন্মের টিইউ-১৬০এম২ ব্লাকজ্যাক এর প্রথম পরীক্ষামুলক উড্ডয়ন সম্পন্ন করা সম্ভব হবে। তবে নতুন প্রজন্মের স্ট্যাটিজিক্যাল সুপারসনিক বোম্বার টিইউ-১৬০এম২ ব্লাকজ্যাক এর ম্যাসিভ প্রডাকশন লাইন ২০২১ সালে শুরুর কথা থাকলেও তা ২০২৫ আগে শুরু করা সম্ভব হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে। যেখানে চরম আর্থিক সংকট এবং বৈদেশিক বিনিয়োগকারীর অনীহা ও অর্থনৈতিক অংশীদ্বারিত্ব না থাকায় রাশিয়া ইতোমধ্যেই তাদের পূর্ব ঘোষিত স্টীলথ সুপার বোম্বার প্রজেক্ট পিএকে-ডিএ অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করতে বা ২০২৫-২০৩০ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। যাই হোক, রাশিয়ান টুপোলেভ এভিয়েশন কর্পোরে