Posts

Showing posts from December, 2025

মিল্কিওয়ে গ্যালাক্সিতে ৬,০০০-এর বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কার!

Image
১৯৯৫ সালে ৫১ পেগাসি বি আবিষ্কারের মাধ্যমে আমাদের সোলার সিস্টেমের বাহিরে এক্সোপ্ল্যানেট বা বহিঃ সৌর জাগতিক গ্রহের অস্তিত্ব সন্ধানের যাত্রা শুরু হয়, যা সৌরজগতের বাইরে প্রথম সূর্য সদৃশ তারার চারপাশে আবিষ্কৃত গ্রহ। ৫১ পেগাসি বি প্ল্যানেটটি আমাদের সোলার সিস্তেম থেকে ৫০-৫১ আলোকবর্ষ দূরত্বে তার হোস্ট ৫১ পেগাসি নক্ষত্রকে মাত্র চারদিনে প্রদক্ষিণ করছে। সেই ১৯৯৫ সাল থেকে চলতি ২০২৫ সাল পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীরা প্রায় ৬,০০০ এর অধিক এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছেন। এটিকে নিশ্চিতভাবেই মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের একটি মাইলফলক অর্জন হিসেবে বিবেচনা করা হয়। এর পাশাপাশি প্রতিনিয়ত নতুন নতুন এক্সোপ্ল্যানেট এই তালিকায় যোগ হচ্ছে। আসলে, নাসার Exoplanet Archive এবং আন্তর্জাতিক দূরবীক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আকাশগঙ্গা ছায়াপথ জুড়ে এখনো পর্যন্ত এই ছয় হাজারের অধিক এক্সোপ্ল্যানেট অবিষ্কার করা সম্ভব হয়েছে। যদিও বিজ্ঞানীরা মনে করেন, আমাদের এই চিরচেনা আকাশগঙ্গা ছায়াপথে আনুমানিক এক ট্রিলিয়নের অধিক এক্সোপ্ল্যানেট ছড়িয়ে থাকতে পারে। নাসার পাঠানো উচ্চ প্রযুক্তির কেপলার, টিইএসএস, হাবল এবং জেমস ওয়েব টেলিস্কোপের...