Posts

Showing posts from July, 2021

আবারো নতুন করে রাশিয়ার সামরিক আগ্রাসনের মুখে ইউক্রেন এবং তার ভবিষ্যতঃ

Image
আশির দশকে দীর্ঘ মেয়াদী আফগান যুদ্ধের ধকল সইতে না পেরে এবং ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে ১৯৯১ সালে কোল্ড ওয়ার যুগের অবসান ঘটিয়ে তৎকালীন বিশ্বের প্রধান সামরিক সুপার পাওয়ার সভিয়েত ইউনিয়ন ভেঙ্গে বেশকিছু নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম দেয়। সভিয়েত ইউনিয়ন বিলুপ্তি হয়ে রাশিয়া, ইউক্রেন, উজবেকিস্তান, জর্জিয়া, কাজাখাস্তান, আর্মেনিয়া, তুর্কমেনিস্তান, বেলারুশ, আজারবাইজানসহ মোট ১৫টি নতুন স্বাধীন সার্বোভৌম দেশের জন্ম হয়। তৎকালীন পরাক্রমশালী সভিয়েত ইউনিয়নের হাতে ১০ হাজারের কাছাকাছি নিউক্লিয়ার এণ্ড থার্মোনিউক্লিয়ার অস্ত্রের বিশাল মজুত থাকলেও (ইউএসএসআর) ফেডারেশন ভেঙ্গে গেলে তাদের নিউক অস্ত্রে একটি বড় অংশ ইউক্রেন এবং কাজাখাস্তানের মতো বেশ কিছু দেশের হাতে থেকে যায়। তবে এই পারমাণবিক অস্ত্রের ৮০% পর্যন্ত রাশিয়ার নিয়ন্ত্রণে থাকলেও তখন ইউক্রেনের অধিকারে মোট ১,৯০০টি নিউক্লিয়ার অস্ত্র ও ওয়ারহেড, ১৭৬টি ইন্টারকন্টিন্যান্টাল ব্যালেস্টিক মিসাইল এবং ৪৪টি স্ট্যাটিজিক বোম্বার বিমান ছিল। যা কিনা দেশটিকে সেই সময়ে বিশ্বের বুকে তৃতীয় সর্বোচ্চ কৌশলগত নিউক্লিয়ার অস্ত্রের অধিকারী দেশে পরিণত করেছিল।   তবে স্বাধীনতা অর্জন ক...