বিংশ শতাব্দীর আশির দশকের এক প্রভাব বিস্তারকারী অসম সভিয়েত-আফগান যুদ্ধ নিয়ে একটি কৌশলগত বিশ্লেষণঃ
বিংশ শতাব্দীর আশির দশকে সংঘটিত অত্যন্ত প্রভাব বিস্তারকারী ও ভয়ঙ্কর রক্তক্ষয়ী একটি দীর্ঘ মেয়াদী যুদ্ধ হচ্ছে আফগান সোভিয়েত অসম যুদ্ধ। যুদ্ধটি সরাসরি কোন সামরিক বাহিনীর বিরুদ্ধে সংঘটিত না হলেও বাস্তবিক অর্থেই এটি ছিল অত্যন্ত প্রাণঘাতী এবং মানবিক বিপর্যয়কর একটি যুদ্ধ । আর আফগান সোভিয়েত যুদ্ধকে এ জন্য অত্যন্ত প্রভাব বিস্তারকারী যুদ্ধ বলা হয়, কারণ এ যুদ্ধের পরিসমাপ্তির মাধ্যমে সারা বিশ্বে চলমান চার দশক ব্যাপী অত্যন্ত ভীতিজনক কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধের চীর অবসান ঘটে। তাছাড়া এই যুদ্ধে তৎকালীন সভিয়েত কমিউনিস্ট সরকার ও তার লাল ফৌজ কিন্তু মার্কিন মদদে গঠিত একটি স্বল্প প্রশিক্ষিত আফগান গেরিলা বাহিনীর কাছে শোচনীয়ভাবে পরাজিয় বরণ করে নেয়। আসলে তৎকালীন সভিয়েত ইউনিয়ন সরকার তার সমর্থিত ও মদদপুষ্ট আফগানিস্তানের নাজিবুল্লাহ সরকারকে কৌশলগত কারণে সামরিক সহায়তা এবং সারা দেশব্যাপী চলমান গৃহযুদ্ধে মুজাহিদীন গেরিলা সঽগঠনের আক্রমন থেকে রক্ষা করার নামে কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই ২৪ ডিসেম্বর ১৯৭৯ সালে হঠাৎ করেই সভিয়েত লাল ফৌজের হাজার হাজার সেনা , বিপুল পরিমাণ ট্যাংক ও আর্টিলারী এবং অন্য