বিশ্বে পরমাণু অস্ত্রের প্রসার এবং আমাদের ভবিষ্যতঃ
বিশ্বে পরমাণু অস্ত্রের প্রসার এবং আমাদের ভবিষ্যতঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপানের পরাজয় সুনিশ্চিত জেনেও মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমা ও নাগাসাকি শহরে (লিটল বয় ও ফ্যাটম্যান নামক স্বল্প ২০-২৫ কিলোটন সক্ষমতার) ভয়াবহ পারমানবিক হামলার মাধ্যমে বিশ্ববাসীকে এক নতুন ভয়ঙ্কর এবং প্রাণঘাতী অস্ত্রের সাথে পরিচয় করিয়ে দেয়। আর এই অমানবিক নিউক হামলার মাধ্যমে তৎকালীন মার্কিন প্রশাসন তার নিজস্ব সর্বোচ্চ সামরিক সক্ষমতা বিশ্ববাসীর সামনে তুলে ধরে এবং নিজেকে সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত করে বিশ্বের অন্যতম প্রধান সামরিক সুপার পাওয়ার রাষ্ট্র হিসেবে। যদিও অবশ্য এই পারমাণবিক হামলার পর বিশ্বে সাময়িকভাবে স্থিতিবস্থা ফিরে আসে এবং ফল স্বরুপ সভিয়েত ইউনিয়ন জাপান দখলের প্রচেষ্টা থেকে পিছু হটে ও পশ্চিম ইউরোপ জয়ের রথযাত্রা থামাতে এক রকম বাদ্ধ হয়। এছাড়া ইউরোপের অন্যান্য ক্ষমতাধর ও প্রভাবশালী রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের এই নতুন পারমানবিক প্রযুক্তি অর্জনের সক্ষমতাকে মেনে নিয়ে সভিয়েত ইউনিয়নসহ পরবর্তীতে নিজেরাও পারমানবিক প্রযুক্তি অর্জনে ব্যাপক আকারে বিনিয়োগ ও গবেষণা শুরু করে। যার ফলস্রুতিতে বিশ্ব আবার মার্কিন যুক্তরাষ্ট