Posts

Showing posts from February, 2018
Image
সাম্প্রতিক সময়ে আমাদের সম্মানিত হাসিনা সরকার ডিফেন্স গোল-২০৩০ এর আলোকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশ বিমান বাহিনীর জন্য মিডিয়াম মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফ্ট (এমএমআরসিএ) জেট ফাইটার সংগ্রহের আওতায় ২ স্কোয়াড্রন (প্রথমে ১ ও পরবর্তীতে ১ স্কোয়াড্রন) চতুর্থ প্রজন্মের রাশিয়ান মাল্টিরোল মিগ-৩৫ ফুলক্রাম-এফ এয়ার সুপিউরিটি জেট ফাইটার ক্রয় করতে যাচ্ছে। আসলে অদূর ভবিষ্যতে আমাদের মিগ-২৯ এর বিকল্প হিসেবে অত্যাধুনিক মিগ-৩৫ ফুলক্রাম-এফ মাল্টিরোল সুপার ম্যানুভার এয়ার সুপিউরিটি জেট ফাইটার বা সম জাতীয় ৪++ জেনারেশনের জেট ফাইটার ক্রয়ের বিষয়টি সার্বিকভাবে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবল্থা উন্নয়ন ও শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। মুলত রাশিয়ান মিকোয়ান কর্পোরেশন ২০১৯ সালের শেষের দিকে মাল্টিরোল মিগ-৩৫ ফুলক্রাম-এফ এয়ার সুপিউরিটি জেট ফাইটারের ম্যাসিভ প্রডাকশন লাইন শুরু করতে যাচ্ছে। রাশিয়া কার্যত তাদের তিন দশকের ব্যাপক উৎপাদিত মিগ-২৯এম এর মেইন ফ্রেমের উপর ভিত্তি করে এর ব্যাপক প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়ে উন্নত এইইএসএ র