বিশ্বের শীর্ষস্থানীয় সম্পদশালী ও দরিদ্র দেশের তালিকা।
নিউইয়র্ক ভিত্তিক গ্লোবাল ফাইনান্স ম্যাগাজিন সাম্প্রতিক সময়ে ২০১৬ সালের বিশ্বের সবচেয়ে ধনী এবং গরীব দেশের তালিকা প্রনয়ন করেছে। তাদের তালিকা অনুসারে বর্তমানে বিশ্বের সবচেয়ে সম্পদশালী দেশ মধ্যপ্রাচ্যের কাতার এবং সবচেয়ে দরিদ্র দেশ আফ্রিকা মহাদেশের মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। আসলে গ্লোবাল ফাইনান্স ম্যাগাজিন ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড (আইএমএফ) এর প্রকাশিত ‘ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ’ ডাটা ব্যাংক ব্যবহার করে বিশ্বের ১৮৯ দেশের মাথাপিছু জিডিপি ও ক্রয় ক্ষমতার সমতার (পিপিপি) ভিত্তিতে তাদের প্রতিবেদনটি তৈরি করেছে। গ্লোবাল ফাইনান্স ম্যাগাজিন ১৮৯ দেশের মধ্যে সবেচেয়ে ধনী ও সম্পদশালী দেশ হিসেবে ১ম স্থানে মধ্যপ্রাচ্যের কাতারকে নির্বাচন করেছে। প্রতিবেদন অনুযায়ী কাতারের গড় মাথাপিছুয় আয় (পিপিপি) ১,২৯,৭২৬ মার্কিন ডলার দেখানো হয়েছে। আসলে কাতার ধনী দেশ হিসেবে বিশ্বের শীর্ষস্থান ধরে রাখতে পারলেও বিগত কয়েক বছর ধরে চলা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও আন্তজার্তিক বাজারে জ্বালানি তেলের অব্যাহত দরপতনে গত এক বছরে কাতারের মানুষের মাথাপিছু আয় ১৫ হাজার ডলার কমেছে। যদিও তা তালিকার দ...