Posts

Showing posts from May, 2016
জেড-১০ চীনের তৈরি নতুন প্রজন্মের অত্যাধুনিক এট্যাক হেলিকপ্টার। মুলত জেড-১০ এট্যাক হেলিকপ্টার রাশিয়ার কিমভ এট্যাক হেলিকপ্টার ডিজাইন ব্যুরো এর প্রযুক্তিগত সহায়তায় চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (সিএআইসি) উন্নয়ন ও উতপাদন করে যাচ্ছে। চীন ২০০৩ সালে জেড-১০ এট্যাক হেলিকপ্টারের প্রথম প্রটোটাইপ কপির সফল উড্ডয়ন সম্পন্ন করে এবং ২০০৯-১০ সালে পরীক্ষামুলকভাবে ৮টি জেড-১০ এট্যাক হেলিকপ্টার চীনের সেনাবাহীনির নিকট হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে ২০১২ সাল থেকে ব্যাপকভাবে চীনের সামরিক বাহিনীতে সার্ভিসে আসে। এখনো পর্যন্ত চীনের চেংদু কর্পোরেশন প্রায় ১০০টি জেড-১০ এট্যাক হেলিকপ্টার তৈরি করেছে। এছাড়া ২০১৫ সালে শেষের দিকে চীন ৩টি জেড-১০ এট্যাক হেলিকপ্টার উপহার স্বরুপ পাকিস্তানকে সরবরাহ করে। চীনের জেড-১০ এট্যাক হেলিকপ্টার প্রাথমিকভাবে এন্টি-ট্যাংক ওয়ারফার মিশনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হলেও এটি সমানভাবে এয়ার টু এয়ার এট্যাক মিশন পরিচালনায় বেশ কার্যকরী। দুই আসন বিশিষ্ট জেড-১০ এট্যাক হেলিকপ্টারে অত্যন্ত শক্তিশালী দুটি ১৫৩১ হর্স পাওয়ারের ( Pratt & Whitney PT6C-67C) টার্বোশিফটস ইঞ্জিন ব্য