ইএল ক্যাপ্টেন' এক অবিশ্বাস্য দ্রুত গতির সুপার কম্পিউটার!
বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং এক্সা-স্কেল গতির সুপার কম্পিউটার হচ্ছে 'ইএল ক্যাপ্টেন'। এটি মূলত ডিজাইন ও তৈরি করেছে আমেরিকার টেক জায়ান্ট Hewlett Packard Enterprise (এইচপিই) কোম্পানি। যা পূর্ণাঙ্গভাবে গত ২০২৪ সালের নভেম্বর মাসে উন্মোচন করা হয়। যদিও গত ২০২৩ সালের মে মাস থেকে পর্যায়ক্রমে এর সিস্টেম এবং ইকুইপমেন্ট ইনস্টলেশনের কাজ শুরু করা হয়। আসলে গত ২০২২ সাল থেকে ২.০৬ এক্সা-স্কেল সক্ষমতার 'ফ্রন্টিয়ার' বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটিং সিস্টেম হিসেবে টিকে ছিল। বর্তমানে যাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুত গতির সুপার কম্পিউটার হিসেবে আত্মপ্রকাশ করেছে নতুন প্রজন্মের 'ইএল ক্যাপ্টেন' সুপার কম্পিউটিং সিস্টেম। এতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে লিন্যাক্স (টিওএসএস) ওএস। এই সুপার কম্পিউটিং সিস্টেমের গতি হচ্ছে কিনা অবিশ্বাস্যভাবে ২.৭৯ কিংবা ২.৭৪৬৩ এক্সাফ্লপ বা প্রতি সেকেন্ডে (Rpeak) রেট ২,৭৪৬.৩ পেটাফ্লপ (এফএলওপিএস) বা floating point operations per second (FLOPS)। এটি অত্যন্ত নিখুঁতভাবে প্রতি সেকেন্ডে প্রায় ১ কুইন্টিলিয়ন এর অধিক হিসাব ক্যা...