শিল্প উৎপাদনে রোবটিক্স প্রযুক্তি স্থাপনে নজির গড়েছে রেড জায়ান্ট চীন!
একবিংশ শতাব্দীর চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে শিল্প উৎপাদনে গতিশীলতা আনতে সারা বিশ্বের উন্নত দেশগুলোতে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি সমৃদ্ধ রোবটের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবটিক্স (আইএফআর)-এর সাম্প্রতিক তথ্যমতে, বিশ্বব্যাপী ভারি শিল্প উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতে ইনস্টল হওয়া নতুন শিল্প-রোবটের প্রায় ৫২% চীনেই ইনস্টল করা হয়েছে, যা বিশ্বব্যাপী শিল্প-রোবট বাজারে দেশটির একচেটিয়া আধিপত্যের চিত্র ফুঁটে উঠেছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবটিক্স (আইএফআর) এর প্রকাশিত প্রতিবেদনের তথ্যমতে, গত ২০২৪ সাল পর্যন্ত চীন তাদের ইন্ডাস্ট্রিয়াল হাব বা শিল্প-কারখানাগুলোতে মোট প্রায় ৩,৫০,০০০ (সাড়ে তিন লাখ) ইউনিট নতুন রোবট ইনস্টল করেছে, যা গত ২০২২ সাল অপেক্ষা প্রায় ২০% বেশি। এই ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৫ সালেও চীন বিশ্ব শিল্প-রোবট বাজারের শীর্ষ স্থান ধরে রাখবে বলে প্রতিয়মান হয়। অন্যদিকে, শিল্পোৎপাদনে রোবট ব্যবহারের দিক দিয়ে চীন ব্যাপকভাবে এগিয়ে গেলেও বিশ্বের অন্যান্য প্রধান অর্থনৈতিক শক্তি এবং প্রযুক্...